Taliban In Afghanistan (Photo Credit: Twitter)

কাবুল, ১১ অক্টোবর: মার্কিন ও ব্রিটিশ নাগরিকদের প্রাণহানির আশঙ্কা। দুই দেশের বিদেশ মন্ত্রকের তরফে এই মুহূর্তে আফগানিস্তানে (Afghanistan Crisis) থাকা দেশবাসীকে সতর্ক করা হল। রাজধানী কাবুলে মার্কিন নাগরিকদের প্রাণহানির আশঙ্কা রয়েছে। একইভাবে এই আশঙ্কার বাইরে নন ব্রিটেনের নাগরিকরাও। মার্কিন বিদেশ মন্ত্রকের তরফে সোমাবার সকালে কাবুলে তাকা নাগরিকদের সতর্ক করে জানানো হয়েছে। রাজধানী কাবুল তাঁদের জন্য নিরাপদ নয়। বিশেষ করে সেরেনা হোটেল বা সেরেনা হোটেলের আশপাশে যেতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। “নিরাপত্তার কারণে”-ই এই সিদ্ধান্ত, এমনটা জানানো হয়েছে। আরও পড়ুন-Jammu and Kashmir: বরফে ঢেকেছে সাধনা টপ-জোজিলা পাস, মরশুমের প্রথম তুষারপাত ভূস্বর্গে (দেখুন ভিডিও)

অন্যদিকে ব্রিটেনের বিদেশমন্ত্রকের তরফে কাবুলে থাকা ব্রিটিশ নাগরিকদের প্রতি সতর্কবার্তায় বলা হয়েছে, “নিরাপত্তার ঝুঁকি বাড়ছে। তাঁরা যেন কোনও হোটেলে না থাকেন। বিশেষ করে কাবুলে, সেরেনার মতো অভিজাত হোটেলে।” এই দুই দেশই নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব কাবুল ছাড়ার পরামর্শ দিয়েছে। ৩১ আগস্ট মার্কিন সেনা কাবুল ছাড়ার আগেই গত ১৫ আগস্ট কাবুলের দখল নেয় তালিবান। আর সেপ্টেম্বর থেকে একের পর এক তাণ্ডবলীলা চালিয়ে যাচ্ছে তালিবানরা। চলছে বিস্ফোরণ। তাই দেশের জনগণকে সতর্ক করতে ফের সক্রিয় ভূমিকায় আমেরিকা ও ব্রিটেন।