নিউ ইয়র্ক, ২৮ অক্টোবর: ফের ভারতীয় পড়ুয়ার (Indian Student) মৃত্যু মার্কিন মুলুকে (US) । এবার ম্যাসাচুসেটসে পরপর ৩ ভারতীয় পড়ুয়ার মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। বুধবার পশ্চিম ম্যাসাচুসেটসে ভারতীয় পড়ুয়াদের গাড়ির সঙ্গে সামনে থেকে আসা অন্য একটি গাড়ির ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। আহত হন আরও ২ জন। দুর্ঘটনার পর আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। মৃতদের নাম প্রেম কুমার রেড্ডি গোডা, পাভানি গুলাপল্লি এবং নরসিমা পাটামসেট্টি। ৩ জনের বয়সই ২২ থেকে ২৭ বছরের মধ্যে। কীভাবে ভারতীয় পড়ুয়াদের গাড়ির সঙ্গে অন্য গাড়ির ধাক্কা লাগল, সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ (স্থানীয় সময়) আচমকাই পশ্চিম ম্যাসাচুসেটসে (Massachusetts) ভারতীয় পড়ুয়াদের গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে ছুটে আসা অপর গাড়ির ধাক্কা লাগে। ম্যাসাচুসেটস পুলিশের তরফে নিহত এবং আহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে।