ইউনাইটেড নেশন, ২৩ এপ্রিল: যুদ্ধের আবহেই রাশিয়া (Russia) ও ইউক্রেন (Ukraine) সফরে যাচ্ছেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস (UN Secretary-General António Guterres)। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি স্থাপনের লক্ষ্যেই এই সফর বলে জানা গিয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ নিশ্চিত করেছেন যে গুতেরেস ২৬ এপ্রিল মঙ্গলবার রাশিয়া আসবেন। এরপর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দেখা করবেন। রাশিয়া সফর সেরে ২৮ এপ্রিল বৃহস্পতিবার গুতেরেস ইউক্রেনের রাজধানী কিভে পৌঁছবেন। এরপর প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং বিদেশমন্ত্রী দিমিত্রো কুলেবার সঙ্গে বৈঠক করবেন।
শান্তি প্রতিষ্ঠার জন্য পুতিন ও জেলেনস্কির কাছে আবেদন জানাবেন রাষ্ট্রসংঘের মহাসচিব। রাষ্ট্রসংঘের মুখপাত্র এরি কানেকো বলেছেন, উভয় সফরেই গুতেরেস যুদ্ধ বন্ধ করতে এবং মানুষকে নিরাপদে যেতে সহায়তা করার জন্য আবেদন জানাবেন। তিনি দ্রুত ইউক্রেনে শান্তি ফিরিয়ে আনতে কী করা যেতে পারে সে বিষয়েও কথা বলবেন বলে আশা করছেন।
News: @antonioguterres will meet President Vladimir Putin & Foreign Minister Sergey Lavrov in Moscow next week.
The Secretary-General has requested to meet the leaders of Russia & Ukraine in their respective capitals in efforts to end the war. https://t.co/LnWMTRN6fY
— United Nations (@UN) April 22, 2022
যুদ্ধবিরতির সম্ভাবনা বুঝতে গুতেরেস এই মাসের শুরুতে রাষ্ট্রসংঘের শীর্ষ মানবিক কর্তাকে মস্কো এবং কিভে পাঠিয়েছিলেন।