প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) খেলা উগান্ডার মহিলা অ্যাথলিট রেবেকা ছেপতেগেই (Rebecca Cheptegei)-য়ের ওপর নৃশংসতা। কেনিয়ায় বাস করা উগান্ডার সেই বেশী দূরত্বের মহিলা দৌড়বিদকে প্রতিশোধ নিতে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করল তার প্রাক্তন প্রেমিক। কোনওরকমে বেঁচে ফিরলেও সেই মহিলা তারকা অ্যাথলিটের শরীরের ৭৫ শতাংশ পুড়ে গিয়েছে। অগ্নিদগ্ধ রেবেকা এখন হাসপাতালে আইএসইউতে জীবন মরণের লড়াই লড়ছে। কেনিয়ার ট্রান্স নিজওয়াইয়ার পুলিশ জানিয়েছে, রেবেকার প্রাক্তন প্রেমিক ডিকসন নিদিমা রবিবার তার বাড়িতে আসে।
দু'জনের মধ্যে বচসা তুঙ্গে উঠলে, গাড়ি থেকে পেট্রোল এনে রেবেকার গায়ে ছড়িয়ে আগুন জ্বেলে দেয় তাঁর প্রাক্তন প্রেমিক। ডিকসনের গায়েও আগুন লেগে যায়। বাড়ির জমি সংক্রান্ত বিবাদ চরমে ওঠায় সে তার প্রাক্তন প্রেমিকার গায়ে আগুন ধরিয়ে দেয় বলে স্বীকার করেছে ডিকসন। আরও পড়ুন-এবার কি তৃতীয় সোনা জিতবেন অবনী লেখারা! ৫০ মিটার রাইফেলের ফাইনালে জয়পুরের প্যারা শ্য়ুটার
অলিম্পিয়ান মহিলা অ্যাথলিটের গায়ে আগুন ধরিয়ে দিল প্রাক্তন প্রেমিক
Ugandan Olympian, Rebecca Cheptegei has suffered burns to over 75% of her body, after she was attacked by her ex boyfriend.
She is in critical condition, after being set on fire while training in her house. pic.twitter.com/dtYaQq11Bh
— Africa Facts Zone (@AfricaFactsZone) September 3, 2024
পূর্ব আফ্রিকায় মহিলাদের ওপর নির্যাতন বেড়েই চলেছে। সাম্প্রতিক তথ্যে প্রকাশ, কেনিয়ায় ১৫ বছরের বেশী মহিলাদের মধ্যে ৩৪ শতাংশ নির্যাতনের শিকার।