Credit: Pixabay

বিয়ের জন্য ছুটির আবেদন করেছিলেন ছত্তিশগড়ের (Chhattisgarh) বিলাসপুরের বাসিন্দা আদনান মহম্মদ। বেশ কয়েকবছর ধরে তুরস্কে একটি বেসরকারি সংস্থায় কাজ করছিলেন। ফলে বসের কাছে বড়সড় ছুটির আবেদন করেছিলেন। কিন্তু সেই আবেদন খারিজ করেছেন তাঁর বস। তবে বিয়ের দিনক্ষণ সব পাকা হয়ে যাওয়ায় বাধ্য হয়ে অনলাইনে বিয়ে সারলেন ওই যুবক। আর তারপরেই দুই বাড়ির পক্ষ থেকে জাকজমকের সাথে নিকাহ পর্ব সাড়া হয়। খাওয়াদাওয়া, অনুষ্ঠান চলে জমিয়ে। তবে সবেতেই ভার্চুয়ালি যোগ দেব আদনান। কয়েকদিন পর অবশ্য স্ত্রীকে তুরস্কে নিয়ে আসবেন আদনান।

আদনানের পরিবারের পক্ষ থেকে জানিয়েছে, তুরস্কে তাঁদের ছেলে দীর্ঘদিন ধরেই কাজ করছেন। বিয়ের জন্য আগে থেকেই অফিসে ছুটির আবেদন করেছিলেন। তবে কাজের চাপ থাকার কারণে সেই আবেদন বাতিল হয়ে যায়। অন্যদিকে মান্ডি নিবাসী পাত্রীর ঠাকুরদা অসুস্থ ছিলেন। ফলে বিয়ে পিছোনো যাচ্ছিল না। তাই বাধ্য হয়ে যুবক নিজের বুদ্ধিতে অনলাইন নিকাহ পরামর্শ দেয়। সেই মতো মান্ডিতে বসে বিয়ের আসর। ভার্চুয়ালি নিকাহ অনুষ্ঠানে তিনবার কুবুল হ্যায় বলেন। ব্যস তারপরেই হয়ে গেল বিয়ে।