Turkish President Recep Tayyip Erdogan. (Photo Credits: Twitter)

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে থাকলেও নিরঙ্কুশ জয় পেলেন না রিসেপ তাইয়েপ এরগদোগান। প্রথম রাউন্ডে ৪৯.২ শতাংশ ভোট পেলেন এরদোগান। সেখানে তাঁর নিকটতম প্রতিপক্ষ কিলিরদারোগলু পেলেন ৪৫ শতাংশ ভোট। তবে ৫০ শতাংশের বেশী ভোট কেউ না পাওয়ায় ফের দ্বিতীয় রাউন্ডে নির্বাচন হওয়ার সম্ভাবনা। ফল মানতে নারাজ এরদোগান বিরোধী।

ক মাস আগে ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তুপে পরিণত হয় তুরস্কের একাংশ। ভূমিকম্পের উদ্ধারকার্য ও ত্রানে তুরস্কের এরদোগান প্রশসানের ভূমিকা প্রশ্নের মুখে পড়ে। ঠিক তার মাঝেই এসে পড়ে তুরস্কের সাধারণ নির্বাচন। ক্ষোভের মুখে পড়া এরদোগানের ক্ষমতায় থাকা নিয়ে প্রশ্ন উঠেছিল।

দেখুন টুইট

বিভিন্ন নির্বাচনী সমীক্ষায় পিছিয়ে ছিলেন তিনি। অনেকেই ভেবেছিলেন দীর্ঘ আট বছর পর ক্ষমতা হারাবেন এরদোগান। কিন্তু দেশবাসীর রায় তাঁর দিকেই থাকল। ২০১৪ সালে দেশের ১২তম প্রেসিডেন্ট হিসেবে তুরস্কের ক্ষমতায় আসেন এরদোগান।