Earthquake (Photo Credit: Twitter)

ইস্তানবুল, ১০ ফেব্রুয়ারি: ভূমিকম্পের (Earthquake) পর ১০৪ ঘণ্টা ধ্বংসাবশেষের নীচে আটকে ছিলেন। ভূমিকম্পের পর ১০৪ ঘণ্টা ধ্বংসাবশেষের নীচে আটকে থাকার পর অবশেষে উদ্ধার করা হল তুরস্কের এক মহিলাকে। বছর চল্লিশের জেনিপ খারমান নামে ওই মহিলাকে উদ্ধার করে জার্মান উদ্ধারকারী দল। কিরিখান প্রদেশে এক বহুতুল ভূমিকম্পের জেরে ভেঙে পড়লে, সেখানে আটকে পড়েন জেনিপ খারমান। জার্মান উদ্ধারকারী দলের সদস্য স্টিভ বেয়ার বলেন, এবার তিনি অলৌকিকে বিশ্বস করতে শুরু করেছেন। অলৌকিক না হলে জেনিপ খারমান ১০৪ ঘণ্টা ধ্বংসস্তূপের নীচে আটকে থেকেও কীভাবে জীবিত ছিলেন এবং তাঁকে যেভাবে উদ্ধার করা হয়, তা অবিশ্বাস্য। জেনিপ খারমানকে যেভাবে ধ্বসস্তূপের নীচ থেকে উদ্ধার করা হয়েছে, তা অলৌকিক। এমনই মন্তব্য করেন জার্মান উদ্ধারকারী দলের ওই সদস্য।

আরও পড়ুন:  Turkey, Syria Earthquake: ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ক, সিরিয়ায় মৃতের সংখ্যা পৌঁছল ২১ হাজারে, নিখোঁজ আরও এক ফুটবলার

গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক (Turkey) এবং সিরিয়া (Syria) কেঁপে ওঠে ভয়াবহ ভূমিকম্পের জেরে। তুরস্ক এবং সিরিয়ায় ২১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত কত, সে বিষয়ে স্পষ্ট ধারনা মেলেনি এখনও। ভয়াবহ ভূমিকম্পের জেরে কত মানুষ গৃহহীন তার ইয়ত্তা নেই।