মস্কো, ৪ মার্চ: রাশিয়ার অন্যতম সেরা বিজ্ঞানী আন্দ্রে বোতিকোভের রহস্যজনক মৃত্যু। করোনা ভাইরাসের টিকা 'স্পুটনিক' ভি তৈরি করা দলের সদস্য ৪৭ বছরের আন্দ্রে বোতিকভের দেহ উদ্ধার হল তাঁর মক্কোর ফ্ল্যাট থেকে। মস্কোর পুলিশের অনুমান তার গলা টিপে খুন করা হয়েছে। উত্তর মস্কোয় বোতিকোভের বাড়িতে লুকিয়ে ঢুকে ২৯ বছরের এক দুষ্কৃতী বেল্ট দিয়ে গলা টিপে খুন করে বলে রাশিয়ান সংবাদমাধ্যমে প্রকাশ। অভিযুক্তকে গ্রেফতারও করেছে পুলিশ।
রাশিয়ার স্পুটনিক ভ্যাকসিন তৈরি করতে ১৮জন বিজ্ঞানীদের টিমে বোতিকোভ ছিলেন গুরুত্বপূর্ণ সদস্য়। ককপ্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ বিজ্ঞানী হিসেবেই পরিচিত তিনি। সবার আগে করোনার টিকা হিসেবে ২০২০ সালের অগাস্টে বাজারে এসেছিল স্পুটনিক ভি। রাশিয়ার পর ভারত সহ বিভিন্ন দেশে কোভিডের প্রতিরোধ টিকা হিসেবে স্পুটনিক ভি দেওয়া হয়েছিল।
দেখুন টুইট
BREAKING 🚨 🚨
Top Russian Scientist Andrey Botikov, who helped develop Russia’s COVID vaccine, Sputnik V, reportedly killed in his apartment in Moscow, Russia.🤔🤔
— Megh Updates 🚨™ (@MeghUpdates) March 3, 2023
করোনা টিকা আবিষ্কারের পুরস্কার হিসেবে পুতিনের প্রশাসন তাঁকে বড় পুরস্কার দিয়েছিলেন। গত মাসে রাশিয়ান জেনারেল ভ্লাদিমির মাকারোভের রহস্যমৃত্যু হয়। মাকারোভকে গুলি করে খুনের অভিযোগ ওঠে, যদিও বলা হয়েছিল তিনি গুলি করে আত্মহত্যা করেন।