TIME 100 Most Influential People List 2020: টাইম ম্যাগাজিনের বিচারে বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় নরেন্দ্র মোদি
PM Narendra Modi (Photo Credits: ANI)

নিউ ইয়র্ক, ২৩ সেপ্টেম্বর: টাইম (TIME) ম্যাগাজিনের বিচারে বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তিদের (100 Most Influential People) তালিকায় ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এনিয়ে দ্বিতীয়বার তিনি এই তালিকায় এলেন। নরেন্দ্র মোদি ছাড়াও গুগলের সিইও সুন্দর পিচাই, বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা, অধ্যাপক রবীন্দ্র গুপ্তা, শাহিন বাগের বিলকিস দাদি ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় থাকা ভারতীয়দের মধ্যে রয়েছেন।

১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় রয়েছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কমলা হ্যারিস, জো বাইডেন, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, অ্যামেরিকার ফিজিশিয়ান অ্যান্থনি ফৌসি, নাসার বিজ্ঞানী ক্রিশ্চিনা কোচ, জেসিকা মের ও ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। আরও পড়ুন: TikTok Deal: নোংরা ও অন্যায় শর্তে টিকটক ডিল করছে আমেরিকা, চিনের এতে সম্মতি দেওয়ার কোনও কারণ নেই

টাইম ম্যাগাজিনর ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় ভারতীয় অভিনেতাদের মধ্যে একমাত্র রয়েছেন আয়ুষ্মান খুরানা। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, "বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় আমি। এই গ্রুপের অংশ হতে পেরে সম্মানিত।"