লন্ডন: আমেরিকা (USA) ও ইউরোপীয় ইউনিয়নগুলির (EU) পথে হেঁটে এবার সরকারি ইলেকট্রনিক্স ডিভাইসে (Government Electronic Devices) চিনের নিয়ন্ত্রণাধীন ভিডিয়ো শেয়ারিং অ্যাপ (Chinese-owned video-sharing app) টিকটিকের (TikTok) ব্যবহার নিষিদ্ধ করল (Banned) ইংল্যান্ড (England)।
বৃহস্পতিবার এই বিষয়ে সিদ্ধান্ত নেয় ব্রিটেনে প্রধানমন্ত্রী ঋষি সুনকের নেতৃত্বাধীন মন্ত্রিসভা। তারপরই সরকারের এই সিদ্ধান্তের কথা সাংবাদিক বৈঠক করে জানান ব্রিটেনের সংসদীয় মন্ত্রী অলিভার ডওডেন (British minister Oliver Dowden)।
এপ্রসঙ্গে তিনি বলেন, "এই ধরনের অ্যাপ ব্যবহার করলে সরকারি ডিভাইস থেকে স্পর্শকাতর তথ্য (sensitive data) চুরি হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সরকারের অনুমোদিত তালিকায় থাকা (pre-approved list) থার্ড পার্টি অ্যাপ (third party apps) ছাড়া আর কোনও অ্যাপ সরকারি ইলেকট্রনিক্স ডিভাইসে ব্যবহার করা যাবে না। তাই জরুরি ভিত্তিতে সরকারি অ্যাপে টিকটকের ব্যবহার নিষিদ্ধ করা হচ্ছে। আরও পড়ুন: Lay Offs: ফের কর্মী ছাঁটাই, ৩০ শতাংশের চাকরি গেল SaaS-এ
BREAKING: UK announces immediate ban on TikTok on government devices
— Insider Paper (@TheInsiderPaper) March 16, 2023