Close
Search
Close
Search

Tibet: তিব্বতের ভূ-গর্ভস্থ ও বৃষ্টির জল চুরি করে বিক্রি করছে চিন!

তিব্বত দখল করার পর থেকে সেখানকার সমস্ত প্রাকৃতিক সম্পদ নিজেদের ইচ্ছামতো সংগ্রহ নিয়ে যাওয়ার অভিযোগ চিনের বিরুদ্ধে বহুদিনের। এবার তিব্বত রাইটস কালেক্টিভ নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের সম্প্রতি প্রকাশিত রিপোর্ট থেকে জানা গেছে, চিন বর্তমানে তিব্বতের ভূ-গর্ভস্থ ও বৃষ্টির জল চুরি করে প্লাস্টিকের বোতলের মধ্যে বন্দি করে বিক্রি করছে তিব্বতেরই মানুষদের।

বিদেশ Soumya Mukherjee|Soumya Mukherjee|
Tibet: তিব্বতের ভূ-গর্ভস্থ ও বৃষ্টির জল চুরি করে বিক্রি করছে চিন!
Photo Credits: Unsplash

লাসা: তিব্বত (Tibet) দখল করার পর থেকে সেখানকার সমস্ত প্রাকৃতিক সম্পদ নিজেদের ইচ্ছামতো সংগ্রহ নিয়ে যাওয়ার অভিযোগ চিনের (China) বিরুদ্ধে বহুদিনের। এবার তিব্বত রাইটস কালেক্টিভ (Tibet Rights Collective) নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের সম্প্রতি প্রকাশিত রিপোর্ট থেকে জানা গেছে, চিন বর্তমানে তিব্বতের ভূ-গর্ভস্থ (groundwater) ও বৃষ্টির জল (springwater) চুরি করে প্লাস্টিকের বোতলের (plastic bottles) মধ্যে বন্দি করে বিক্রি (sell) করছে তিব্বতেরই মানুষদের। শুধু তাই নয়, তিব্বতের মাটির তলা থেকে সংগ্রহ করা বিশুদ্ধ ভূ-গর্ভস্থ জলের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে গোটা চিনজুড়েই।

ওই রিপোর্টে আরও প্রকাশ করা হয়েছে যে পৃথিবীর মধ্যে চিন হল প্লাস্টিকের মাধ্যমে দূষণ ছড়ানোর জন্য সবথেকে বেশি দায়ী (Biggest plastic polluter)। আর বর্তমানে সেই প্লাস্টিকের বোতলে করেই তিব্বতের বিশুদ্ধ ও পরিষ্কার জল বাজারজাত করছে বেজিং।

'মেল্টডাউন ইন তিব্বত' (Meltdown In Tibet) বইটির লেখক মাইকেল বাখলে ওই রিপোর্টে অভিযোগ করেছেন, চিনের পাশাপাশি তিব্বতেও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বোতলবন্দি জলের চাহিদা। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, তিব্বতের উপর দিয়ে প্রবাহিত একসময়ের বিশুদ্ধ জলের নদীর বেশিরভাগ অংশের জল আর পান করার যোগ্য নেই। ওই নদীর তীরবর্তী এলাকায় চিনের যথেচ্ছভাবে খনি খননের ফলে বিশুদ্ধ পানীয় জল বর্তমানে বিষে পরিণত হয়েছে। যা পান করে মারা যাচ্ছে তিব্বতের দুগ্ধজাত পণ্যের প্রধান যোগানদার ইয়াকরা।

আর এই সুযোগে যে যে ভূ-গর্ভস্থ জল তিব্বতের বাসিন্দারা আগে বিনামূল্যে পান করার সুযোগ পেতেন। এখন সেই জল চুরি করে চিনের কোম্পানিগুলি প্লাস্টিকের বোতলে বন্দি করে তিব্বতের মানুষদেরই টাকা দিয়ে কিনে খেতে বাধ্য করছে। এর ফলে তিব্বতের যাযাবর সম্প্রদায়ের মানুষ যাঁরা আগে নিজেদের উপার্জনে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতেন তাঁরা আজ ভিক্ষার ঝুলি হাতে বেরোতে বাধ্য হচ্ছেন।

ওই যাযাবর সম্প্রদায়ের মানুষদের নিজেদের জায়গা থেকে উচ্ছেদ করে দিয়ে চিনের কংক্রিট দিয়ে তৈরি করা তথাকথিত প্রাকৃতিক বাসস্থানে থাকতে বাধ্য করা হচ্ছে। বর্তমানে মূলত চিনের ভিক্ষার উপরই নির্ভর করছে তাঁদের জীবনযাপন। আরও পড়ুন: Bill for Sikhs in California: ক্যালিফোর্নিয়ায় শিখদের হেলমেট ছাড়া বাইক চালানোর পক্ষে বিল পেশ

শহর পেট্রল ডিজেল
View all
Currency Price Change
শহর পেট্রল ডিজেল
View all
Currency Price Change