Tibet Earthquake. (Photo Credits: X)

Tibet Earthquake: তিব্বতের নেপাল সীমান্তে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে। ভয়াবহ সেই ভূমিকম্প হতের সংখ্যা ক্রমশ বাড়ছে। তিব্বতের নেপাল সীমান্তের ছোট্ট সুন্দর অঞ্চল শিগাতসে-তে ভূমিকম্পের ধ্বংসাবশেষ থেকে একের পর এক দেহ উদ্ধার হয়ে চলেছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। সকালে ভূমিকম্পে মৃতের সংখ্যা ছিল ৩০। দুপুর গড়াতে সেটা ১০০ ছাড়িয়ে গেল। তিব্বত প্রশাসন এই ভূমিকম্পে ৯৫ জনের খবর নিশ্চিত করছে। মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশ এখন ওপর্যন্ত ১০০ জনের মৃত্যু হয়েছে।

নেপালের লোবুচে থেকে ৯০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং তিব্বতের শিগাতসে থেকে ৩৪ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠ থেকে ১০ মিটার গভীরে এই ভূমিকম্পের উৎসস্থল ছিল। ধ্বংসসস্তুপের ভিতর আরও অনেক মৃতদেহ আছে বলে উদ্ধারকারী দলের আশঙ্কা। বেজিং থেকে দেড় হাজার জনের বিপর্যয় মোকাবিলা বাহিনীর উদ্ধারকারী দলের সদস্যদের তিব্বতে পাঠানো হয়েছে।

দেখুন তিব্বতের ভূমিকম্পের ভয়াবহ ভিডিয়ো

দেখুন ভিডিয়ো

তিব্বতের এই ভূমিকম্পের প্রভাব নেপালেও পড়ে। কিন্তু নেপালে কোনও বড় ক্ষয়ক্ষতির প্রভাব নেই। তিব্বতের ভূমিকম্পের প্রভাবে কম্পন হয় নেপাল, ভারত, ভূটান, এবং বাংলাদেশে। মোট সাড়ে দশ কোটি মানুষ এই কম্পনের প্রভাব টের পেল।

তিব্বতে মূল ভূমিকম্পের পর ছোট-বড় মোট ৫টি আফটারশক হয়। দ্বিতীয় কম্পনটি হয় ভারতীয় সময় সকাল ৭টা ২মিনিটে। দ্বিতীয় কম্পনের তীব্রতা ৪.৭। এর পাঁচ মিনিট পরে সকাল ৭টা ৭মিনিটে অনুভূত হয় তৃতীয় কম্পনটি। এই তৃতীয় কম্পনের তীব্রতা ছিল ৪.৯।