করাচি: ফের জঙ্গি হামলার (terrorists attack) ঘটনায় দুই পুলিশকর্মী ও এক রাঁধুনির মৃত্যু হল পাকিস্তানে (Pakistan)। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে খাইবার ট্রাইবাল জেলার (Khyber tribal district) জামরুদ তেহসিল (Jamrud tehsil) এলাকার একটি পুলিশ চেকপোস্টে।
এপ্রসঙ্গে খাইবার ডিপিও মহম্মদ ইমরান (Khyber DPO Mohammad Imran) সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ পেশোয়ার-টোরখাম হাইওয়ের (Peshawar-Torkham Highway) উপরে থাকা তাখতাবেগ চেকপোস্টে (Takhtabeg check post) আক্রমণ চালায় অজ্ঞাত পরিচয়ের জঙ্গিরা। তাদের মধ্যে একজন আত্মঘাতী জঙ্গিও (suicide bomber) ছিল। তারা এসে পুলিশ পোস্টটি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানোর পাশাপাশি গ্রেনেডও ছুঁড়তে থাকে। এর ফলে একজন পুলিশকর্মী ঘটনাস্থলেই মারা যান ও অন্য এক পুলিশকর্মী এবং রাঁধুনি গুরুতর জখম হন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই মারা যান অন্য পুলিশকর্মী। আর পেশোয়ারের হায়াতাবাদ মেডিক্যাল কমপ্লেক্সে ভর্তি থাকাকালীন মৃত্যু হয় রাঁধুনির।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত দুই পুলিশকর্মীর নাম ইউনাস খান ও মানজুর শাহ আর রাঁধুনির নাম রফিক। তিনজনই জামরুদের বাসিন্দা। চেকপোস্টে আত্মঘাতী জঙ্গিটিকে আটকে তল্লাশি চালানো হচ্ছিল। সেই সময় সে নিজের শরীরে বেঁধে রাখা বোমা ফাটিয়ে চেকপোস্ট উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু, পুলিশের গুলি লেগে শরীরে থাকা বিস্ফোরকভর্তি জ্যাকেটে বিস্ফোরণ হয়ে সেখানে মৃত্যু হয় ওই জঙ্গির। তবে এর ফলে কোনও পুলিশকর্মীর কিছু হয়নি।
এদিকে এই ঘটনার ফলে পুলিশ চেকপোস্টটির একাংশ পুরো ধ্বংস হয়ে গেছে। আত্মঘাতী ও গ্রেনেড হামলার ফলেই এই ঘটনা ঘটেছে। জঙ্গি হামলার পরেই গোটা এলাকা ঘিরে ফেলে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ ও সন্ত্রাসবাদ বিরোধী দপ্তরের নিরাপত্তারক্ষীরা। কিন্তু, কোনও জঙ্গি গ্রেফতার হয়নি।