মার্কিন সৈন্যদের দেশছাড়া করে তালিবান শাসন ফেরার পর আফগানিস্তানে আর্থিক অবস্থা একেবারে তলানিতে ঠেকেছে। দেশের সাধারণ মানুষের আর্থিক অবস্থা একেবারে খারাপ। এদিকে, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছুঁয়েছে। গ্রামের মানুষের হাল আরও খারাপ। সেখানে এখন এমন অবস্থা মেয়েদের বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন বাবারা। সম্প্রতি ৯ বছরের এক আফগানি মেয়ের সঙ্গে বিয়ে হল ৫৫ বছরের ব্যক্তির।
ছোট্ট মেয়েটির বাবা জানালেন, টাকার জন্যই তিনি ৯ বছরের মেয়ের বিয়ে দিতে বাধ্য হলেন। এরকম ঘটনা সাম্প্রতিকালে আফগানিস্তানে আরও অনেক ঘটছে বলে স্থানীয় সংবাদমাধ্যমে খবর।
দেখুন ভিডিয়ো
The worsening economic conditions in Afghanistan have increased the number very young girls being sold by their fathers to other men for “marriage”
Here we have a 55-year-old man picking up his 9-year-old "wife."
She tries to refuse to got with him… pic.twitter.com/diBvK1duee
— Visegrád 24 (@visegrad24) November 10, 2023
তালিবানী ফতোয়ায় আফগানিস্তানে বেশ কিছু বিষয়ে কড়াকড়ি চালু হওয়ার পর আর্থিক পরিকাঠামোয় ধাক্কা খেয়েছে। পশ্চিমের দেশের বয়কটের মুখে পড়তে হয়েছে। দেশের মহিলাদের চাকরি, ব্যবসা করার ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাকিস্তানের সঙ্গে তালিবানি শাসকদের সম্পর্ক খারাপ হওয়ায় সেখান থেকেও বড় কোনও আর্থিক কার্যকলাপ হচ্ছে না। সব মিলিয়ে তালিবানি শাসকের ছাতায় কাবুলিওয়ালার দেশ ভাল নেই।