গোটা বিশ্বে যত আই ফোন তৈরি হয় আগামী ২-৩ বছরে তার সিংহভাগই তৈরি হবে ভারতে। অ্যাপেল কোম্পানি আগামী দু বছরে ভারতে ৫ কোটি আই ফোন প্রস্তুত করতে চলেছে। যা বিশ্বব্যাপি আই ফোন তৈরির এক চতুর্থাংশ হতে চলেছে। এমনই খবর প্রকাশিত হল মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম বড় মিডিয়া প্রতিষ্ঠান'ওয়াল স্ট্রিট জার্নাল'। চিনের থেকে ফোকাস সরে অ্যাপেলের পাখির চোখ এখন ভারত, সিঙ্গাপুর, গ্যাবন সহ আফ্রিকার বেশ কিছু দেশ। এমনটাই জানানো হয়েছে 'ওয়াল স্ট্রিট জার্নাল-এর সেই প্রতিবেদনে।
প্রসঙ্গত, আই ফোনের প্রস্তুত হয় চিন, চেক প্রজাতন্ত্র, মালয়েশিয়া, তাইল্যান্ড, দক্ষিণ কোরিয়ার মত দেশগুলিতে। তবে বিশ্বের অনেক দেশে আই ফোন প্রস্তুত হলেও, আই ফোনের তৈরি করে মাত্র দুটি সংস্থা-ফক্স কন ও পেগাত্রন। চিনের ঝেংঝাউতে ফক্স কন-এর সব বড় প্রোডাকাশন ইউনিট আছে যেখানে প্রতিদিন ৫ লক্ষ আই ফোন তৈরির পরিকাঠামো আছে।
দেখুন খবরটি
JUST IN: The Wall Street Journal reports that Apple is aiming to build more than 50 million iPhones in India annually within the next two to three years, equivalent to a quarter of global iPhone production.
— The Spectator Index (@spectatorindex) December 9, 2023
চিনের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকায় বেশ কিছু মার্কিন কোম্পানি তাদের বেস চিন থেকে অন্যত্র নিয়ে যাচ্ছে।