Russia Detains IS Suicide Bomber: ভারতে নাশকতার ছক কষছে আইএস? জানাল রাশিয়া
Representative image

মস্কো, ২২ অগাস্ট: রাশিয়ান (Russia) ফেডারেল সিকিউরিটি সার্ভিস সোমবারে একজন আত্মঘাতী বোমারুকে আটক করেছে। রাশিয়া নিউজ এজেন্সি  স্পুটনিক সূত্রে জানা গেছে, সে ভারতের কোনও বিজেপি নেতাকে মারার ছক কষছিল।আরও পড়ুন-Mumbai Traffic Police: গাড়ির নম্বর প্লেটে BOSS, কী বলল মুম্বইয়ের ট্রাফিক পুলিশ

এফএসবি অনেক আইএস জঙ্গিকেই তাদের দেশে নিষিদ্ধ করেছে। কিন্তু মধ্য এশিয়ার এক বাসিন্দা আত্মঘাতী বোমা নিয়ে ভারতের শাসক দলের কোনো এক নেতাকে মারার ছক কষছে। এই তথ্য এখন এফএসবি-র হাতের মুঠোয়।

এফএসএ জানিয়েছে, আটক ব্যক্তি তুরস্কের  বাসিন্দা। সেই হল আত্মঘাতী বোমারু। কেন কেন্দ্র সরকারের কোনও মন্ত্রী তাঁর হামলার লক্ষ্য? তা জানার চেষ্টা চালাচ্ছেন এফএসবি-র দুঁদে কর্তারা।আই এস এবং অন্যান্য উগ্রপন্থী দলগুলিকে অনৈতিক কাজকর্ম (প্রতিরোধ) আইনের, (১৯৬৭) আওতায় ফেলেছে কেন্দ্রীয় সরকার।

প্রতিরক্ষা মন্ত্রকের মতে এই দল গুলি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবকিছু নজরে রাখছে। এই সম্পর্কে সাইবার ক্রাইম দপ্তর কঠিন ব্যবস্থা নিচ্ছে এবং সবকিছু কড়া নজরে রাখছে।