Travel (Photo Credits: IANS)

জেরুজালেম, ২০ডিসেম্বর:  বিশ্বজুড়ে ওমিক্রন আতঙ্ক তুঙ্গে। এই পরিস্থিতিতে মার্কিন মুলুক ও কানাডা ভ্রমণ নিষিদ্ধ করল ইজরায়েল। এহেন ছাড়পত্রে স্বাক্ষর করলেন ইজরায়েলি মন্ত্রী। মার্কিন মুলুক থেকে আগত লোকজনের সাহচর্যে দেশে ওমিক্রন ভাইরাস ছড়াতেই এই সিদ্ধান্ত নিল ইজরায়েল। ইউরোপের দেশগুলির মতো ওমিক্রনে ছেয়ে যাচ্ছে আমেরিকা। বিপদ এড়াতে তাই মার্কিন মুলুকে যাবে না ইজরায়েলিরা। তবে সেখান থেকে আগত বাসিন্দারা ইজরায়েলে প্রবেশ করার সঙ্গে সঙ্গে যেতে হবে সরকারি নিভৃতবাসে। এই ভর্মণ সংক্রান্ত নিষেধাজ্ঞার উপরে চূড়ান্ত অনুমোদন দেখতে চাইছে সংসদীয় কমিটি। একবার ভ্রমণ নিষিদ্ধ হলেই বুধবার মধ্যরাত থেকে তা বলবৎ হবে। আরও পড়ুন-Gay Couple Ties the Knot In Hyderabad: এদেশে প্রথম, ঘনিষ্ঠ আত্মীয় বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করলেন অভয়-সুপ্রিয়

গত সপ্তাহ থেকে ইজরায়েলে করোনার অতিসংক্রামিত নয়া প্রজাতি ওমিক্রন আক্রান্তের সংখ্যা প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দেশে মহামারী যাতে না লেগে যায়, সেজন্য স্থলপথের সবকটি সীমান্ত বন্ধ করে দিয়েছে ইজরায়েল। নভেম্বরের শেষ থেকে ভ্রমণের উপরেও কড়াকড়ি শুরু হয়েছে। ওমিক্রনের ঘায়ে  শুধু আমেরিকা বা ইউরোপের দেশ নয়, ইজরায়েল থেকে বিমান যাবে না সুইৎজারল্যান্ড, বেলজিয়াম, কানাডা, জার্মানি, হাঙ্গেরি, ইটালি, মরোক্ক, পর্তুগাল, তুরস্কেও।