Islamabad: ইসলামাবাদে নিখোঁজ ভারতীয় দূতাবাসের ২ আধিকারিক, ঘটনায় চাঞ্চল্য
প্রতীকী ছবি (Photo Credit: PTI)

ইসলামাবাদ, ১৫ জুন: ইসলামাবাদে নিখোঁজ ভারতীয় দূতাবাসের দুই আধিকারিক (India High Commission officials)। সোমবার এই চাঞ্চল্যকর তথ্য দিয়েছে সংবাদ সংস্থা এএনআই। ইসলামাবাদে অবস্থিত ভারতীয় দূতাবাসের দুই আধিকারিকের নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে ফের ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা ফের বাড়তে চলেছে, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। মূলত দিল্লিতে পাকিস্তানী দূতাবাসের তিন কর্মীকে তথ্য পাচারের অভিযোগে হাতেনাতে ধরার পরেই এই নিখোঁজের ঘটনা ঘটল ইসলামাবাদে। এদিকে আইএএনএস-এর দাবি পাকিস্তানের ভারতীয় দূতাবাসের ওই দুই আধিকারিক ঘণ্টা দুয়েকের জন্য নিখোঁজ ছিলেন। আরও পড়ুন-RIP Sushant Singh Rajput: কোভিডে নয় আত্মহননেই মৃত সুশান্ত সিং রাজপুত, ময়নাতদন্তের রিপোর্ট

উল্লেখ্য, মিলিটারি ইন্টেলিজেন্সের এক অভিযানে দেখা যায় যে দিল্লিতে অবস্থিত পাকিস্তানি দূতাবাসের তিন কর্মী চাপরাশি সেজে ভারতীয় সেনার দপ্তরে ঢুকে পড়েছে। তাদের একটাই উদ্দেশ্য, ভারত-পাক সীমান্তে কীভাবে সেনার পোস্টিং চলছে তার আগাম খবর সংগ্রহ করা। তবে ওই তিন চাপরাশির ভূমিকায় সন্দেহ হওয়ায় তাদের আটক করে। এদের একজনের নাম হল আবিদ(৪২)। সে আবার পাকিস্তানের কোনও নাশকতার মিশনে সহকারীর ভূমিকায় রয়েছে। দ্বিতীয় জনের নাম তাহির(৪৪)। এই তাহির একজন চাপরাশি। ৩৬ বছরের জাভেদ হুসেন গাড়ি চালক। কয়েক মাস ধরেই এই জাবেদ হুসেনকে নজরে রাখা হচ্ছিল। সেনার দপ্তর থেকে গোপনে তথ্য হাতানোর সময়ই তিন মক্কেলকে হাতেনাতে ধরে ফেলে সেনার গোয়েন্দা ও দিল্লি পুলিশের যৌথবাহিনী।