ব্যাঙ্কক, ১ অগাস্ট: তাইল্যান্ডে রাতারাতি বেড়ে গেল করোনা সংক্রমণ (Thailand COVID-19 Cases)। দ্বিতীয় ঢেউ সামলে উঠে স্বাভাবিক হওয়ার পথে হোঁচট খেল ব্যাঙ্কক সহ তাইল্যান্ডের বেশ কিছু শহর। শনিবার তাইল্যান্ডে নয়া কোভিড রোগীর সংখ্যা দাঁড়ায় ১৮,৯১২। গত ২৪ ঘণ্টায় তাইল্যান্ডে কোভিডে মৃত্যু হয় ১৭৮ জনের। সবচেয়ে চিন্তার আক্রান্ত আর মৃতদের মধ্যে ডেল্টা প্রকৃতির সংক্রমণের প্রাধান্য।
As Thailand sees COVID-19 cases surge and thousands waiting for a hospital bed, volunteers are stepping up to deliver essential supplies and equipment to patients — at the cost of endangering their own health. pic.twitter.com/BCOZ8yVayV
— DW News (@dwnews) July 27, 2021
তাইল্যান্ডে করোনায় এখন সাড়ে ৪ হাজার জনেরও বেশি মানুষ গুরুতর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। আর ক্রিটিকাল কেয়ারে আছেন ১ হাজার ৩২ জন। সেই সংখ্যাটা ক্রমশ বাড়ছে। ফলে দেশের স্বাস্থ্য ব্যবস্থায় চাপ আসছে। বহু রোগী ও তার পরিবারের সদস্যরা হাসপাতালে একটা বেডের অপেক্ষায় চাতক পাখির মত অপেক্ষা করছেন।
Bangkok builds another field hospital as Thailand reports record COVID-19 cases and fatalitieshttps://t.co/dS4mAX2ifj
— TIME (@TIME) July 30, 2021
তাইল্যান্ড প্রশাসন জানিয়েছে, দেশের অধিকাংশ অঞ্চলে আংশিক লকডাউন রয়েছে। তবে এবার হয়তো পুরোপুরি লকডাউনের পথেই হাঁটবে দেশ। তাইল্যান্ডে টিকাকরণও খুব দ্রুতগতিতে হচ্ছে না। দেশের মাত্র সাড়ে ৫ শতাংশ নাগরিকদের করোনা টিকার দুটি ডোজ দেওয়া হয়েছে।