Thailand Shooting: থাইল্যান্ডের রাজধানী শহর ব্যাংকক (Bangkok) পর্যটকদের অন্যতম পছন্দের একটি ভ্রমণকেন্দ্র। সেই ব্যাংককেই এবার চলল গুলিগালা। সোমবার সকালে ব্যাংককের জনপ্রিয় খাবারের বাজারে এলোপাথাড়ি গুলি চালানো হয়। গুলি লেগে ৫ জনের মারা যাওয়ার খবর সামনে এসেছে। কিন্তু নিহতের সংখ্যা ৬। নিহত ৬ জনের মধ্যে চারজন নিরাপত্তারক্ষী হিসেবে শনাক্ত করা গিয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, ব্যাংককের ব্যস্ত বাজারে অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তি নির্মম গণহত্যার চালিয়ে নিজেও আত্মঘাতী হয়েছেন।
ব্যাংককের ব্যস্ত বাজারে গণহত্যা
জানা যাচ্ছে, নিহত ছয়জনের মধ্যে রয়েছেন বাজারে কর্মরত চারজন নিরাপত্তারক্ষী, একজন মহিলা এবং একজন ওই বন্দুকধারী নিজে। থাইল্যান্ডের (Thailand) রাজধানীর একটি প্রধান এবং জনপ্রিয় পর্যটন কেন্দ্র হল চাতুচাক বাজার। সেখান থেকে অল্প দূরে অবস্থিত অর টর কোর মার্কেটে এই হামলার ঘটনাটি ঘটেছে।
ব্যাংককের বাং সু জেলার উপ-পুলিশ প্রধান ওরাপাত সুকথাই সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, এখন পর্যন্ত এই ঘটনাটিকে একটি গণহত্যা হিসাবে চিহ্নিত করা হয়েছে। পুলিশ এর তদন্ত শুরু করেছে। গণহত্যার পর বন্দুকধারী নিজে আত্মহত্যা করেছেন বলেও নিশ্চিত করেছে পুলিশ।
উপ-পুলিশ প্রধান আরও বলেন, এই গণহত্যার সঙ্গে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বর্তমান সীমান্ত সংঘর্ষের কোনও সম্ভাব্য 'যোগসূত্র' রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।