দিল্লি, ২৪ জুলাই: ফের শুরু হল থাইল্যান্ড (Thailand) এবং কম্বোডিয়ার (Cambodia) সংঘর্ষ। সীমান্ত নিয়ে সংঘর্ষ শুরু হয়েছে দুই দেশের মাঝে (Thailand-Cambodia Clash)। যার জেরে একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে বলে খবর। কম্বোডিয়ার হামলার জেরে থাইল্যান্ডের এক নাগরিকের মৃত্যু হয়েছে বলে সে দেশের সরকারের তরফে দাবি করা হয়েছে। ফলে থাইল্যান্ড এবং কম্বোডিয়া, এই দুই দেশের মাঝে সম্পর্ক ক্রমাগত খারাপ হতে শুরু করেছে।
রিপোর্টে প্রকাশ, থাইল্যান্ডের তরফে শুরু করা হয়েছে এয়ার স্ট্রাইক। কম্বোডিয়ার সেনা ঘাঁটিগুলি লক্ষ্য করে হামলা শুরু করেছে থাইল্যান্ড। কম্বোডিয়া সরকারের অভিযোগ, থাইল্যান্ড সেনা আকাশ পথে হামলা শুরু করেছে। কম্বোডিয়ার যে প্রাচীন প্রে বিহার মন্দির রয়েছে, তার কাছেই চলছে হামলা। যার জেরে পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে বলে অভিযোগ কম্বোডিয়ার। অন্যদিকে কম্বোডিয়ার আঘাতে থাইল্যান্ডের এক সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলে সে দেশের দাবি।
দেখুন সংঘর্ষের এক ঝলক...
Major clashes broke out this morning along multiple points of the Cambodia–Thailand border, with both sides using MLRS and armored vehicles, including tanks. In response, Cambodia has ordered all its citizens to immediately leave Thailand amid the escalating conflict. https://t.co/B0qLmBoBdB pic.twitter.com/Y4St7tIOkk
— BigBreakingWire (@BigBreakingWire) July 24, 2025
থাইল্যান্ড থেকে যাতে তাঁদের প্রত্যেক নাগরিক সরে যান নিরাপদ আশ্রয়ে এবং দেশ ছাড়ার কাজ শুরুকরেন, সে বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে কম্বোডিয়ার তরফে।
থাইল্যান্ডের সীমান্ত ঘেঁষা যে শহরগুলি রয়েছে, তার উপর হামলা শুরু করেছে কম্বোডিয়া এক নাগাড়ে। থাই সীমান্তের দিকে ছোঁড়া হচ্ছে একের পর এক রকেট। যার জেরে দুই দেশের মাঝে উত্তেজনা ক্রমশ বাড়ছে বৈ কমার কোনও লক্ষণ এই মুহূর্তে নেই বলেই মনে করা হচ্ছে।
দেখুন কীভাবে একের পর এক রকেট ছুঁড়ছে কম্বোডিয়া...
Thailand’s Defense Ministry confirms Royal Thai Air Force F-16s launched precision airstrikes on Cambodian positions.
In response, Cambodia fired multiple BM-21 Grad rockets at Thai border towns.
Footage shows rocket launches from western Cambodia moments ago. https://t.co/IsURqPXL49 pic.twitter.com/dN3fSOSIOK
— BigBreakingWire (@BigBreakingWire) July 24, 2025