Snowfal

মিশিকান: প্রবল তুষারঝড়ের (Massive Ice Storm) কবলে পড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে আমেরিকার জনজীবন। বড়দিনের প্রাক্কালে সবাই যখন উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত ঠিক তখনই হাড় কাঁপানো ঠাণ্ডায় (Bone-chilling temperatures) প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছে মার্কিন মুলুকের (USA) বাসিন্দাদের।

আবহাওয়া দপ্তর থেকে তুষারঝড়ের (Winter Storm In USA) আগাম সতর্কবার্তা দেওয়ার পরেই বড়দিনের ছুটিতে জমায়েতের পরিকল্পনা যেমন বাতিল হয়েছে তেমন হাড়কাঁপানো ঠাণ্ডায় কাঁপছেন মানুষ। ঝড়ের ফলে বহু জায়গাতেই বিদ্যুৎ চলে গেছে।

আমেরিকার জাতীয় আবহাওয়া পরিষেবা দপ্তর সূত্রে জানা গেছে শুক্রবার যে সতর্কবার্তা জারি করা হয়েছে, তার মধ্যে আমেরিকার জনসংখ্যার ৬০ শতাংশ অর্থাৎ ২০ কোটি মানুষকে এই সতর্কবার্তা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়াজনিত কারণে এই ধরনের শীতকালীন সতর্কবার্তা এই প্রথম বলেও জানানো হয়েছে।

তুষার ঝড়ের কারণে শুক্রবার আমেরিকায় আন্তর্জাতিক ও অন্তর্দেশীয় ৩১০০টিরও বেশি ফ্লাইট (flights) বাতিল করা হয়েছে। এর ফলে চরম সমস্যায় পড়েছে বড়দিনের ছুটিতে বাড়ি ফিরতে চাওয়া মানুষ। শুক্রবার সকালে তিন লক্ষ ৫০ হাজার বাড়ি ও ব্যবসার জায়গাতে বিদ্যুৎ নেই বলে জানা গেছে। ঝড়ের প্রভাব গিয়ে পড়েছে মার্কিন সীমান্তের ওপারে থাকা কানাডাতেও। শুক্রবার সকাল ৯টে থেকে টরেন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সমস্ত বিমান বাতিল করেছে ওয়েস্ট জেট।

বৃহস্পতিবার এপ্রসঙ্গে দেশবাসীকে সতর্ক করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, যখন আপনি বাচ্ছা ছিলেন এটা সেই ধরনের বরফময় দিন নয়। তার থেকেও গুরুতর কিছু।