Donald Trump, Narendra Modi (Photo Credit: ANI/X)

দিল্লি, ৬ অগাস্ট: শুল্ক যুদ্ধে ভারতের (India) উপর আরও বেশি করে শুল্ক (Tariff) চাপাতে চাইছে আমেরিকা। এবার ভারতের উপর আরও ২৫% আরও বেশি শুল্ক চাপাতে চাইছে আমেরিকা। ভারতের উপর যে অতিরিক্ত ২৫% শুল্ক চাপাতে চাইছে আমেরিকা, তার একটি নির্দেশে ইতিমধ্যেই স্বাক্ষর করেছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। হোয়াইট হাউস সূত্রে মিলছে এমন খবর। রাশিয়া থেকে তেল কেনার যে প্রক্রিয়া ভারতের রয়েছে, তার প্রেক্ষিতেই আমেরিকার প্রেসিডেন্টের (US President) তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে খবর।

মঙ্গলবার সিএনবিসির এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি ভারতের উপর অতিরিক্ত শুল্ক চাপাতে পারেন। তবে কত হবে তার পরিমাণ, সে বিষয়ে তিনি কিছু জানাননি। তবে ২৪ ঘণ্টার মধ্যে ভারতের উপর অতিরিক্ত শুল্ক চাপানোর প্রক্রিয়া সম্পন্ন হবে বলেই ট্রাম্প জানিয়েছিলেন। সেই অনুযায়ী এবার ভারতের উপর আরও ২৫% বেশি শুল্ক আমেরিকার তরফে আরোপ করা হচ্ছে, এমন নির্দেশে ট্রাম্প স্বাক্ষর করেছেন বলে খবর।

আরও পড়ুন: Donald Trump: 'হাওয়া বেরিয়ে গেল', মার্কিন প্রেসিডেন্ট পদে আর লড়বেন না ডোনাল্ড ট্রাম্প?

মঙ্গলবার ট্রাম্প আরও বলেন, ভারত আমাদের সাথে অনেক ব্যবসা করে। তবে ব্যবসার ভাল অংশীদার ভারত নয়। সেই কারণে আমরা ভারতের সঙ্গে ব্যবসা করি না। সেই কারণে ভারতের সঙ্গে আমেরিকা ব্যবসা করবে না। ভারতের সঙ্গে আমেরিকা ব্যবসা করবে না বলেই, তাদের উপর আরও শুল্ক আরোপ করা হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই শুল্ক আরোপ করা হবে বলে ট্রাম্প জানান।

সেই অনুযায়ী তিনি সেই নির্দেশে স্বাক্ষর করেছেন বলে খবর। অর্থাৎ আমেরিকা ভারতের উপর যে শুল্ক চাপিয়েছে, তার পরিমাণ আপাতত ৫০%।