
কাবুল, ১১ মে: আফগানিস্তানে (Afghanistan) তালিবানি (Taliban) শাসনে এবার কোপ পড়ল দাবা (Chess) খেলায়। তালিবানি ফতোয়ায় দেশের সব জায়গায় দাবা নিষিদ্ধ বলে ঘোষণা করা হল। তালিবান দাবা খেলাকে হারাম বলে অ্যাখা িদেয়চে। আফগানিস্তানের তালিবান সরকারের ক্রীড়ামন্ত্রী জানালেন, দাবা খেলার মাধ্যমে জুয়া খেলছেন অনেকে। জুয়া দেশের নীতি বিরোধী। কাবুলে গত কয়েক বছরে কয়েকটি বড় দাবা ক্লাব চালু হয়। সেখানে অনেকেই দাবার প্রশিক্ষণ, অনুশীলন করেন। কিন্তু দাবা থেকে জুয়া বেড়ে যাওয়ার আশঙ্কায় ৬৪ খোপের বিশ্বখ্যাত খেলাটাই বন্ধ করে দিল তালিবান সরকার।
যেসব জিনিস নিষিদ্ধ তালিবান শাসনের আফগানিস্তানে
মহিলাদের উচ্চশিক্ষা, কর্মক্ষেত্রে যোগদান থেকে জীবন্ত প্রাণীর ছবি ও ভিডিও প্রকাশ কিংবা গান ও সঙ্গীত চর্চা, টেলিভিশন, কম্পিউটার ও মোবাইলের ছবি ও ভিডিও প্রচার ও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এবার তালিবান শাসনে নিষিদ্ধ দাবা
Taliban authorities have barred chess across Afghanistan until further notice over concerns it is a source of gambling, which is illegal under the government's morality law, a sports official said on Sunday. https://t.co/BWi299jVEa pic.twitter.com/doCctaOXIq
— AFP News Agency (@AFP) May 11, 2025
মহিলাদের বিউটিপার্লারে যাওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে
মহিলাদের জন্য বিউটি পার্লার ও জাতীয় উদ্যানে প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। ধূমপান ও দাড়ি কামানোও যাবে না সেখানে।