নয়াদিল্লিঃ ১০ দিনের অভিযানে মহাকাশে গিয়েছিলেন সুনীতা উইলিয়ামস (Sunita Williams)। তবে কেটে গিয়েছে প্রায় ১ মাস। এখনও মহাকাশে (Space) আটকে রয়েছেন সুনীতা এবং তাঁর সহযোগী ব্যারি বুচ উইলমোর (Barry Butch Wilmore)। কবে পৃথিবীর মাটিতে পা রাখবেন ভারতীয় বংশোদ্ভূত সুনীতা এবং তাঁর সহকর্মী, তা নির্দিষ্টভাবে জানা না যাওয়ায় তৈরি হয়েছিল উদ্বেগ এবং আশঙ্কা। এর মাঝেই মহাকাশ থেকে পৃথিবীবাসীর উদ্দেশ্যে স্বস্তির বার্তা দিলেন সুনীতা। বুধবার, সুনীতা এবং ব্যারি বার্তা দেন, "সমস্ত দিক খতিয়ে দেখছি আমরা। আশাবাদী মহাকাশযানটি আমাদের নিরাপদে দেশে ফেরাবে। আর কোনও সমস্যা নেই এই মুহূর্তে।" মহাকাশ ছেড়ে পৃথিবীর অভিমুখে রওনা হওয়ার আগে কয়েকটি বিষয় নিশ্চিত করে নিতে চাইছেন সুনীতারা, এও জানান শেষে। এই মুহূর্তে আন্তর্জাতিক স্পেস স্টেশনে রয়েছেন তাঁরা। সেখানে ভালই দিন কাটাচ্ছেন এমনটাই জানিয়েছেন তিনি। সুনীতার কথায়, "এখানে ভালই সময় কাটাচ্ছি। আগেও এসেছি তাই অচেনা নয় বরং বাড়িতেই আছি মনে হচ্ছে। আমার সেভাবে কোনও অভিযোগ নেই। মহাকাশে ভেসে বেড়াতে বেশ ভাল লাগছে। " মহাকাশযান Boeing Starliner-এর যান্ত্রিক ত্রুটি দ্রুত সমাধান হয়ে যাবে, এই ব্যাপারে বেশ আশাবাদী সুনীতা। প্রসঙ্গত, গত ৫ জুন Boeing Starliner নামক মহাকাশযানে চেপে ১০ দিনের অভিযানে মহাকাশে গিয়েছিলেন সুনীতা এবং ব্যারি। কিন্তু এই মহাকাশযানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সেখানেই আটকে পড়েছেন তাঁরা। তাঁদের ঘরে ফেরার আশায় প্রহর গুনছে পৃথিবীবাসী।
শুনুন কী বলছেন সুনীতা এবং ব্যারি
WATCH: Sunita Williams and Barry Wilmore said they were confident the Boeing Starliner capsule would bring them home, in the first news conference since docking to the International Space Station more than a month ago https://t.co/ECeNXNTRcF pic.twitter.com/1JoCrOk9xA
— Reuters Asia (@ReutersAsia) July 11, 2024