দিল্লি, ১ জানুয়ারি: শ্রীলঙ্কার (Sri Lanka) কোনও বন্দরে প্রবেশ করতে পারবে না চিনের (China) জাহাজ। চিনের রিসার্চ জাহাজকে আগামী এক বছরের জন্য কোনওভাবে শ্রীলঙ্কার বন্দরে প্রবেশ করতে দেওয়া হবে না। কলম্বোর তরফে ভারতকে(India) জানানো হয়েছে। রবিবার কলম্বোর তরফে দিল্লিকে (Delhi) এই তথ্য দেওয়া হয়। যেখানে জানানো হয়, আগামী এক বছর চিনের রিসার্চ জাহাজ কোনওভাবে শ্রীলঙ্কার বন্দরে প্রবেশ করতে পারবে না। ২০২৩ সালের ২১ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহের সঙ্গে বৈঠক হয়। ওই বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। সেখানেই চিনের রিসার্চ জাহাজের শ্রীলঙ্কার বন্দরে প্রবেশ নিয়ে আলোকপাত করা হয়।
নরেন্দ্র মোদী এবং বিক্রমসিংহের বৈঠকের পর চিনের জাহাজ নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয় কলম্বোর তরফে।