নয়াদিল্লিঃ শেষ মুহূর্তে বাতিল হয়ে গিয়েছে অভিযান। তবে এ বার এসেছে সফলতা। অবশেষে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস(Sunita Williams) এবং তাঁর সহকর্মী ব্যারি বুচ উইলমোরকে(Barry Butch Wilmore) পৃথিবীতে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করে দিল আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা(NASA)। স্থানীয় সময় অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর রাত ১০টা বেজে ৪৬ মিনিটে ফ্লোরিডার স্পেস স্টেশন থেকে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশে রওনা দেয় ধনকুবের ইলন মাস্কের সংস্থা SpaceX-এর Crew-9 মহাকাশযান। সুনীতা উইলিয়ামস এবং তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোরকে নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনার দায়িত্ব কাঁধে নিয়ে মহাকাশে পৌঁছেছে এই বিশেষ যান। মহাকাশে পৌঁছেছে সে, নাসার তরফে এমনটাই জানানো হয়েছে। চারটি আসন বিশিষ্ট এই মহাকাশযানে চেপে মহাকাশে পৌঁছেছেন নভোশ্চর নিক হেগ এবং রাশিয়ার আলেকজান্ডার গরবানভ। সুনীতা এবং হ্যারিকে ফেরানোর জন্য দু'টি আসন ফাঁকা রাখা হয়েছে। আগামী পাঁচ মাস মহাকাশে গবেষণামূলক কাজকর্ম চালাবেন তাঁরা। সুনীতা এবং ব্যারিও তাঁদের সঙ্গে গবেষণার কাজে যুক্ত থাকবেন বলে জানা গিয়েছে। নাসা সূত্রে খবর, সব ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে পৃথিবীতে ফিরে আসার কথা তাঁদের।
সুনীতাদের ফেরাতে মহাকাশে পৌঁছল SpaceX-এর Crew-9
SpaceX Crew-9 arrives at ISS; welcomed by NASA's Sunita Williams and Butch Wilmore
Read @ANI Story | https://t.co/TuAVGwUKKE#NASA #SpaceX #Crew9 #Expedition72 #InternationalSpaceStation pic.twitter.com/tAmxdDsqDj
— ANI Digital (@ani_digital) September 30, 2024