South Korea President Yoon Suk-yeol (Photo Credit: IANS/Twitter)

সিউল, ১৪ জানুয়ারি : ১৯৮০ সালের পর প্রেসিডেন্ট ইয়ুন সুক-ইয়েওল (Yoon Suk-yeol) প্রথম দক্ষিণ কোরিয়ার নেতা হিসেবে সংযুক্ত আরব আমিরাত (United Arab Emirates) সফর করবেন। ইয়োনহাপ সংবাদ সংস্থার খবর অনুসারে,দুই দেশের মধ্যে, দক্ষিণ কোরিয়ার বিশেষ করে শক্তি ও অস্ত্র রফতানির লক্ষ্যে চার দিনব্যাপী এ সফর করবে। তিনি আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের (Mohamed bin Zayed Al Nahyan) সঙ্গে বৈঠকের পাশাপাশি আখ ইউনিট (Akh unit) পরিদর্শন করবেন। দুই দেশের সরকার ও বেসরকারি খাতের মধ্যে জ্বালানি, অস্ত্র ও বিনিয়োগসহ প্রায় ৩০টি সমঝোতা স্মারক চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।

প্রেসিডেন্টের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, দক্ষিণ কোরিয়ার অস্ত্র সংযুক্ত আরব আমিরাতে রপ্তানির জন্য একটি চুক্তির ঘোষণার পরিকল্পনা করা হয়েছে। ।ইয়ুনের সাথে দক্ষিণ কোরিয়ার প্রায় ১০০টি কোম্পানির কর্মকর্তাদের নিয়ে গঠিত একটি ব্যবসায়িক প্রতিনিধিদলও থাকবে যারা সংযুক্ত আরব আমিরাতে তাদের সম্প্রসারণকে সমর্থন করবে এবং সংযুক্ত আরব আমিরাতের সার্বভৌম সম্পদ তহবিলের সাথে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করবে।

সংযুক্ত আরব আমিরাত থেকে ১৭ জানুয়ারি সুইজারল্যান্ডের জুরিখে (Zurich, Switzerland) যাবেন এবং ১৮-১৯ জানুয়ারি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে (World Economic Forum) যোগ দিতে দাভোসে যাওয়ার আগে শহরে দক্ষিণ কোরিয়ার বাসিন্দাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।