South Korea: বিরোধী নেতার গলায় কোপ, অপরাধীকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ
South Korea Opposition Leader (Photo Credit: Twitter/IANS)

দক্ষিণ কোরিয়ার (South Korea) বিরোধী নেতা লি জা-মায়ংকে ছুরিকাঘাতের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। লি-এর গলায়  ছুরির কোপ বসানোর পর অভিযুক্তকে যাতে গ্রেফতার করা যায়, সে বিষয়ে জোর কদমে তোড়জোড় শুরু করেছে দক্ষিণ কোরিয়ার পুলিশ। লি-কে ছুরিকাঘাতের পর ওই ব্যক্তি কোথায় যায়, সে বিষয়ে খোঁজ শুরু করেছে পুলিশ। পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে, তার খোঁজ চলছে বলে খবর।  দক্ষিণ কোরিয়ার বন্দর শহর বুসানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় লি জা-মায়ংয়ের গলায় কে ছুরি চালায়, সে বিষয়ে জোরদার তদন্ত শুরু হয়েছে।  লি জা-মায়ংয়ের ছুরিবিদ্ধ হওয়ার যে ভিডিয়ো ছড়ায়, সেখানে দেখা যায় কোরিয়ার ওই নেতা জখম অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে মায়ংয়ের গলায় রুমাল চাপা দিতে দেখা যায় এক ব্যক্তিকে। ভিডিয়োতে আরও দেখা যায়, মায়ং যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, অভিযুক্ত ব্যক্তি নেতার স্বাক্ষর চায়। ওই সময় হঠাৎ করেই ছুরি বের করে মায়ংয়ের গলায় চালায় ওই ব্যক্তি।

আরও পড়ুন: South Korea: ভয়াবহ ঘটনা, দিনের আলোয় বিরোধী নেতার গলায় ছুরি চালাল ব্যক্তি, দেখুন

ছুরিকাঘাতের পর গুরুতর জখম  অবস্থায় মায়ংকে প্রথমে অ্যাম্বুলেন্স এবং পরে চপারে করে নিয়ে যাওয়া হয় সিওলে। পরে তাঁকে ভর্তি করা হয় সিওল (Seoul) ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে (Hospital)। রাজধানীর ওই হাসপাতালেই মায়ংয়ের চিকিৎসা চলছে বলে খবর।