Accident (Representational Photo)

ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ যাত্রীবোঝাই বাসের। সোমবার বিকেলে দক্ষিণ আফ্রিকার লিম্পোপো প্রদেশে এক ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থাকল বিশ্ববাসী (South Africa Road Accident)। বাসের সঙ্গের ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন ২০ জন যাত্রী। দুর্ঘটনায় আহত হয়েছেন ৫০ এর অধিক।

আরও পড়ুনঃ পাকিস্তানে ২ টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ৩০

সংবাদ সংস্থা সূত্রে খবর, সোমবার বিকেল ৫ টা নাগাদ পথ দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে ট্র্যাকটি সজোরে উলটো দিক থেকে আসা যাত্রীবোঝাই বাসকে ধাক্কা মারে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। ২০ জন দুর্ঘটনায় নিহত হয়েছেন। ১০ জন গুরুতর ভাবে আহত। ১৬ জন মোটামুটি আহত এবং বাকি ৩৫ জনের চোট সামান্য। প্রত্যেকেরই চিকিৎসা চলছে।