পেশোয়ার: ফের পাকিস্তানের (Pakistan) পেশোয়ারে (Peshawar) প্রকাশ্যে গুলি করে খুন করা হল (shot dead) একজন শিখ ব্যবসায়ীকে (Sikh trader)। শনিবার ঘটনাটি ঘটেছে পেশোয়ারের কাকশাল (Kakshal) এলাকায়। মৃতের নাম মনমোহন সিং বলে জানা গেছে।
পাকিস্তানের সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী পেশোয়োরের শহরের পুলিশ সুপার আব্দুল সালাম খালিদ এপ্রসঙ্গে জানান, শনিবার রাত ৮টা নাগাদ মনমোহন সিং গুলধারা চক (Guldara Chowk) এলাকায় অবস্থিত নিজের বাড়িতে ফিরছিলেন। সেই সময় রাস্তায় প্রকাশ্য়ে তাঁকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি চালায় বাইকে করে আসা অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীরা (Unidentified motorcyclists)। এর ফলে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই শিখ ব্যবসায়ী। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। খবর পেয়ে পুলিশ যাওয়ার আগেই ঘটনাস্থল থেকে দুষ্কৃতীরা পালিয়ে যায়। এখনও পর্যন্ত তাদের শনাক্ত বা গ্রেফতার করা যায়নি। সেই সঙ্গে জানা যায়নি খুনের কারণও। পুলিশ এই বিষয়ে তদন্ত চালাচ্ছে।
তিনি আরও জানান, তদন্তের পরেই এটা স্পষ্ট হবে যে ওই শিখ ব্যবসায়ী টার্গেট কিলিংয়ের (targeted killing) শিকার না এর পেছনে অন্য কোনও ঘটনা রয়েছে। বিস্তারিত তথ্য তখনই জানানো সম্ভব হবে যখন তদন্ত পুরো শেষ হবে। তবে শুক্রবারও ওই একই এলাকায় একজন শিখ দোকানদারকে গুলি করে করে অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীরা। শনিবারের ঘটনা তাদের দ্বারাই হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
পেশোয়ার পুলিশের একজন মুখপাত্র মহম্মদ আলম জানান, শুক্রবার গুলধারা চকের কাছেই শিখ সম্প্রদায়ের একজন দোকানদার টারলগ সিং-কে গুলি করে দুষ্কৃতীরা। তাঁর পায়ে গুলি লাগে। আরও পড়ুন: Tonga Earthquake: টোঙ্গায় ৬.৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্প
A Sikh trader was shot dead by unidentified motorcyclists in #Pakistan's #Peshawar, local media reported. pic.twitter.com/mJbSI84W45
— IANS (@ians_india) June 25, 2023