Photo Credits: ANI

লন্ডন: ফের ব্রিটেনে (UK) ভারতীয়দের (Indian) প্রতি খালিস্তানিদের (Khalistani) বিদ্বেষের শিকার হলেন একজন শিখ রেস্তোরাঁ মালিক (Sikh restaurant owner)। তাঁর গাড়িতে একাধিকবার গুলি চালানো ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠল খালিস্তানপন্থীদের বিরুদ্ধে। ঘটনাটি (Khalistani Attack) ঘটেছে পশ্চিম লন্ডনে (West London)। হিংস্র খালিস্তানিদের বিরুদ্ধে সরব হওয়ার জন্য আগেই হুমকি (threats) দেওয়া হয়েছিল ওই রেস্তোরাঁ মালিককে।

সোশ্যাল মিডিয়া এক্স-এ জনৈক টুইটারাট্টি Insightuk2 ওই শিখ ধর্মীয় ব্যক্তির গাড়ির ছবি পোস্ট করে জানিয়েছে বিট্রিশ হিন্দু ও ভারতীয়দের বিরুদ্ধে একটা সামাজিক আন্দোলন চলছে। অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীরা পশ্চিম লন্ডনে একটি রেস্তোরাঁ চালানো হারমান সিং কাপুরের গাড়িতে প্রকাশ্যে একাধিকবার গুলি চালায়, ভাঙচুর করে। তাঁর পরিবারকে প্রাণনাশের ও ধর্ষণের হুমকি দেয়। যদিও এই দাবির বিষয়ে ব্রিটিশ পুলিশের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও একবার গত মে মাসে হারমান সিং কাপুরের গাড়িতে খালিস্তানি সমর্থকরা হামলা চালিয়েছিল বলে অভিযোগ। তাঁর রেস্তোরাঁতেও হামলা হয়। সম্প্রতি লন্ডনের এক গুরুদ্বারায় ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামীকে (Vikram Doraiswami) ঢুকতে না দেওয়ার অভিযোগ খালিস্তানিদের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে ভালোই জলঘোলা হচ্ছে। তার মাঝেই হারমান কাপুর সিংয়ের ঘটনা সামনে আসায় পরিস্থিতি আরও জটিল হবে বলেই মনে করা হচ্ছে। কারণ কানাডার পর ব্রিটেনই হচ্ছে ভারত থেকে পালানো খালিস্তানিদের অন্যতম বড় ঘাঁটি। আরও পড়ুন: POK Protest: বিদ্যুতের বিল অস্বাভাবিক, পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভের আগুন জ্বলছে, দেখুন ভিডিয়ো