ইতালির মিলান বার্গামো বিমানবন্দরে (Milan Bergamo Airport) মঙ্গলবার ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। রানওয়েতে এক ব্যক্তি নিরাপত্তারক্ষী ও বিমানকর্মীদের থেকে বাঁচতে ঝাঁপ দেয় চলন্ত বিমানের ইঞ্জিনে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার খবর স্থানীয়দের মধ্যে সেদিন ছড়িয়ে পড়লেও শুক্রবার এই ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। তারপরেই গোটা বিশ্বের নজরে আসে ঘটনাটি। মৃত যুবকের নাম আঁন্দ্রে রুঁসো। ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় প্রশাসন।
বিনা টিকিটে বিমানবন্দরে প্রবেশ করেছিলেন আঁন্দ্রে
তদন্তসূত্রে জানা গিয়েছে বিনা টিকিটে এয়ারপোর্টে পৌঁছেছিলেন বছর ৩৫-এর আঁন্দ্রে রুঁসো। কোনওভাবে নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে চলে গিয়েছিল রানওয়ের কাছাকাছি। তাঁকে ধরতে গেলে পালাতে থাকে সে। এভাবেই ধরপাকড়ের মধ্যে আচমকাই ভোলোটি এ৩১৯ নামে একটি চলন্ত বিমানের ইঞ্জিনের মধ্যে ঢুকে পড়ে সে। সঙ্গে সঙ্গে সেখান থেকে ছিটকে পড়েো তাঁর রক্তাক্ত দেহ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
দেখুন ভিডিয়ো
Tragedy at Milan Airport: Man Dies After Entering Jet Engine
Milan, Italy — July 8, 2025
A shocking tragedy unfolded Tuesday morning at Milan Bergamo Airport when a 35-year-old man was killed after entering the engine of a Volotea Airbus A319 preparing for takeoff. The incident… pic.twitter.com/YPsTIW4E0t
— Brand Leakage (@Brandleakage) July 11, 2025
মৃত যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে
মনে করা হচ্ছে মৃত যুবকটি মানসিক বিকারগ্রস্থ ছিল। সেই কারণেই আচমকা ইঞ্জিনের মধ্যে ঢুকে পড়ে সে। যুবকটি লম্বার্ডির বার্গামোর ক্যালসিনেট কাউন্টির বাসিন্দা ছিলেন। ইতিমধ্যেই তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে দেহ তাঁদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন।