Mother & Baby (Representational Image) (Photo Credit: @hrreview/ X)

দিল্লি, ১৫ নভেম্বর: আট মাসের সন্তানকে (Child) বিক্রি করে দিয়েছিলেন মা। এক মহিলার কাছে মোটা টাকার বিনিময়ে নিজের ৮ মাসের সন্তানকে বিক্রি করে দিয়ে আবার তা ফেরৎ চাইছেন এক মহিলা। শুনতে অবাক লাগলেও এবার এমনই একটি ঘটনার সাক্ষী দক্ষিণ আফ্রিকা (South Africa)। যেখানে ফেসবুকে পরিচয় হওয়ার পর নিজের ৮ মাসের সন্তানকে এক মহিলা বিক্রি করে দেন। ফেসবুকে পরিচিত মহিলার সঙ্গে ক্যাফেটেরিয়ায় দেখা হওয়ার পর নিজের সন্তানকে তাঁর হাতে তুলে দেন। যার বিনিময়ে মোটা টাকা পান তিনি। কিন্তু ওই ঘটনার পর এক সপ্তাহ না কাটতে না কাটতেই ওই মহিলা ফের নিজের সন্তানকে ফেরৎ চেয়ে দ্বিতীয়জনের খোঁজ শুরু করেন।

পুলিশ জানতে পেরে আট মাসের শিশুর মায়ের খোঁজ শুরু করে। তাঁকে গ্রেফতার করা হয়। সংশ্লিষ্ট মহিলার দাবি, অর্থকষ্টে পড়েছিলেন তিনি। সেই কারণে নিজের সন্তানকে বিক্রি করে দিয়েছিলেন। তবে এখন সন্তানকে ফেরৎ চান। নিজের ভুল বুঝতে পেরেছেন। ফলে যাঁর কাছে নিজের শিশুকে বিক্রি করেছিলেন, তাঁর সঙ্গে দেখা করে সন্তান ফেরৎ চান বলে দাবি করেন ওই মহিলা।

তবে সন্তান বিক্রি করার পর তার আর খোঁজ ওই মহিলা পাননি। উলটে পুলিশের হাতে গ্রেফতারির পর ফেব্রুয়ারি মাস পর্যন্ত তাঁকে জেলেই কাটাতে হবে বলে জানা যাচ্ছে।