Las Vegas: ঘুমন্ত অবস্থায় অণ্ডকোষে কাঁকড়াবিছের কামড়, যন্ত্রণায় ছটপট করলেন পর্যটক, তারপর...
Scorpio, Representational Image (Photo Credit: Pixabay)

হোটেলের (Hotel) ঘরে ঘুমন্ত অবস্থায় ভয়াবহ ঘটনা ঘটে গেল। লাস ভেগাসের ( Las Vegas) হোটেলে ঘুমন্ত অবস্থায় এক ব্যক্তির অণ্ডকোষে কাঁকড়াবিছে (Scorpio)  দংশন করে। কাঁকড়াবিছের দংশনের সঙ্গে সঙ্গে মাইকেল ফারচি নামে ওই ব্যক্তি ছটপট করতে শুরু করেন। ছুরি দিয়ে কেউ তাঁকে আঘাত করছে।  গোপনাঙ্গে কাঁকড়াবিছের দংশনের পর বার বার এমনই যন্ত্রণায় তিনি ছটপট করছিলেন বলে জানান মাইকেল ফারচি। এরপর হোটেলের শৌচাগারে গিয়ে তিনি দেখতে পান, অর্ন্তবাসে একটি কাঁকড়াবিছে ঝুলছে।  তা দেখে ঘটনা সম্পর্কে অবহিত হতে তাঁর কোনও অসুবিধা হয়নি বলে জানান মাইকেল ফারচি নামের ওই ব্যক্তি।

ঘটনার পরপরই হোটেল কর্মীদের সাহায্যে তিনি চিকিৎসকের কাছে যান।  অসম্ভব যন্ত্রণা নিয়ে তাঁকে চিকিৎসকের কাছে যেতে হয় বলে জানান মাউকেল ফারচি। বর্তমানে হাসপাতালেই চলছে মাইকেল ফারচির চিকিৎসা।

চিকিৎসকদের কথায়, কাঁকড়াবিছের দংশনে যে যন্ত্রণা হয়, তার জেরে যে কোনও মুহূর্তে মানুষের মৃত্যুও হতে পারে।  বিশেষ করে ছোট বাচ্চা এবং বৃদ্ধদের।