রাওয়ালপিন্ডি: গ্রেফতার হলেন পাকিস্তানের প্রাক্তন ইন্টিরিয়র মিনিস্টার শেখ রশিদ (Pakistan's former interior minister Sheikh Rashid)। এর আগে বহুবার ভারতের নামে বিতর্কিত মন্তব্য করা পাকিস্তানের এই মন্ত্রীকে তাঁর রাওয়ালপিন্ডির বাড়ি থেকে সাধারণ পোষাকে কয়েকজন লোক এসে গ্রেফতার করে বলে জানা গেছে পাকিস্তানি সংবাদমাধ্যম সূত্রে।
আরও খবর, পাকিস্তানের প্রাক্তন মন্ত্রীর সঙ্গে তার দুই ভাইপোকেও গ্রেফতার করে অজ্ঞাত পরিচয়ের কোনও জায়গায় নিয়ে যাওয়া হয়েছে।
সেপ্টেম্বরের ১১ তারিখ ন্যাশনাল ক্রাইম এজেন্সির ১৯০ মিলিয়ন পাউন্ড স্ক্যান্ডাল ও আল কাদির ট্রাস্ট মামলায় তলব করা হয়েছিল আওয়ামি মুসলিম লিগের নেতা শেখ রশিদ আহমেদকে। তিনি হাজিরা দেননি। তার জেরেই গ্রেফতারি।
Pakistan's former interior minister Sheikh Rashid arrested from his Rawalpindi residence
Read @ANI Story | https://t.co/ydaSsNsVUj#SheikhRashid #Pakistan #Rawalpindi pic.twitter.com/CnUoug6Rcf
— ANI Digital (@ani_digital) September 17, 2023