ঢাকা, ২ এপ্রিল: ভারতীয় (India) পণ্য বয়কট করুন বলে বাংলাদেশের (Bangladesh) বিভিন্ন জায়গায় যে দাবি উঠছে, তার বিরুদ্ধে এবার কড়া ভাষায় নিন্দা করলেন সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina )। বাংলাদেশের প্রধানমন্ত্রী (Bnagladesh PM) বলেন, বিরোধী দল বিএনপির তরফে যে ভারতীয় পণ্য নিয়ে যে প্রতিবাদ করা হচ্ছে, আগে তাঁদের নেতাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করুন। বিরোধী দলের নেতাদের স্ত্রীদের আলমারিতে কতগুলি করে ভারতীয় শাড়ি আছে এবং তাঁরা সেগুলিতে আগুন ধরিয়ে দিচ্ছেন না কেন বলে জিজ্ঞেস করুন। স্ত্রীদের যে ভারতীয় শাড়িগুলি বিএনপি নেতারা কিনে দিয়েছেন, সেগুলির কটায় আগুন ধরানো হয়েছে বলে বিএনপি নেতাদের জিজ্ঞেস করুন বলে বিরোধীদের কটাক্ষ করেন শেখ হাসিনা।
ভারতীয় পণ্য বয়কটের ডাক দিলে প্রথমে বিএনপি নেতাদের স্ত্রীদের ভারতীয় শাড়ি জ্বালিয়ে দেখাতে হবে বলে বিরোধীদের জোরদার কটাক্ষ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।