পাক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জয়শঙ্করের (ছবিঃANI)

নয়াদিল্লিঃ সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে(Islamabad) পা রেখেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর(S Jaishankar)। ২০১৫ সালে সুষমা স্বরাজের পর ৯ বছর বাদে কোনও ভারতীয় বিদেশমন্ত্রী পাকিস্তানের মাটিতে পা রাখলেন। এ বার সেখানেই পাকিস্তানের প্রধানমন্ত্রী(Pakistan Prime Minister ) শেহবাজ শরিফের(Shehbaz Sharif) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারলেন বিদেশমন্ত্রী। এ দিন নিজ বাসভবনে এসসিও সম্মেলনে আসা অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করেছিলেন শেহবাজ। সেখানেই পাক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন জয়শঙ্কর। সবমিলিয়ে ২০ সেকেন্ডেরও কম সময়ে শেষ হয় এই সৌজন্য সাক্ষাতের পর্ব। ইসলামাবাদ যাওয়ার আগেই বিদেশমন্ত্রী স্পষ্ট করেছিলেন শুধুমাত্র এসসিও সম্মেলনে যোগ দিতেই পাকিস্তান যাচ্ছেন তিনি। সেখানে কোনওরকম দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা নেই। প্রসঙ্গত, কিছুদিন আগে জয়শঙ্কর জানান পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভাল রাখতে চায় ভারত। কিন্তু তার জন্য সীমান্তে সন্ত্রাস বন্ধ করা জরুরি। পাশাপাশি এ দিন মঙ্গোলিয়ান প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করেন ভারতীয় বিদেশমন্ত্রী।

পাক প্রধানমন্ত্রী শেহবাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ জয়শঙ্করের