করোনা ভ্যাকসিন নিয়ে পার্শ্ব প্রতিক্রিয়ায় ভুগছেন পুতিন!

মস্কো, ২৯ মার্চ : করোনা মহামারীকে রোধ করতে গোটা বিশ্ব জুড়ে শুরু হয়েছে তোলপাড়। ভারতের পাশাপাশি বিশ্বের বেশ কয়েকটি দেশ আপাতত ভ্যাকসিন তৈরি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। যার অন্যতম রাশিয়া (Russia)। তবে করোনা ভ্যাকসিন নিয়ে আচমকাই অসুস্থ হয়ে পড়েন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। পাওয়া যাচ্ছে এমন খবর।

রশিয়া ওয়ান টিভির খবর অনুযায়ী, করোনার ভ্যাকসিন নেওয়ার পরদিন সকালে ঘুম থেকে উঠলে বিভিন্ন ধরনের অস্বস্তিতে ভুগতে শুরু করেন পুতিন (Russian President)। পেশীতে ব্যাথা শুরু হয়ে যায় তাঁর। যদিও ভ্যাকসিন নেওয়ার পর তাঁর পেশীতে ব্যাথা অনুভূত হলেও, জ্বর আসেনি। ভ্যাকসিন নেওয়ার পর পুতিনের শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হয় বলে মনে করছেন অনেকে।

আরও পড়ুন : Fatima Sana Shaikh : ফের করোনার থাবা বলিউডে, আক্রান্ত 'দঙ্গল গার্ল' ফাতিমা

বর্তমানে রাশিয়ায় করোনায় (Corona) আক্রান্ত সাড়ে চার লক্ষেরও বেশি মানুষ। গত ২৪ ঘণ্টায় সে দেশে ৯ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হন। যার জেরে ইতিমধ্যেই রাশিয়ায় প্রায় ৯৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলেও খবর পাওয়া যাচ্ছে।