Fatima Sana Shaikh : ফের করোনার থাবা বলিউডে, আক্রান্ত 'দঙ্গল গার্ল' ফাতিমা
কোভিডে আক্রান্ত ফাতিমা

মুম্বই, ২৯ মার্চ : এবার করোনায় (Corona) আক্রান্ত হলেন ফাতিমা সানা শেখ। কোভিড রিপোর্ট পজিটিভ আসার পর আপাতত কোয়ারেন্টিনে রয়েছেন ফাতিমা (Fatima Sana Shaikh)।নিজের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে অনুরাগীদের সেই খবর জানান 'দঙ্গল গার্ল'।

ফাতিমা জানান, তিনি সমস্ত নিয়ম মেনে নিজেকে নিভৃতাবাসে রেখেছেন। ঘরের মধ্যেই রয়েছেন তিনি। তাঁর আক্রান্ত হওয়ার পর পেয়ে অনুরাগীরা যেভাবে তাঁকে ভালবাসা জানিয়েছেন, তার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানান ফাতিমা। পাশাপাশি তিনি খুব শিগগিরই সুস্থ হয়ে উঠবেন বলেও আশা প্রকাশ করেন ফাতিমা।

আরও পড়ুন : WB Assembly Elections 2021: মদনের সঙ্গে রংয়ের উৎসব ঘিরে বিতর্ক, সাফাই পায়েলের

ক্রমাগত করোনার (COVID 19) নয়া স্ট্রেন ভারত জুড়ে থাবা বসাতে শুরু করেছে। মহারাষ্ট্র, কেরল, কর্নাটকে যার প্রভাব অতিরিক্ত মাত্রায় পড়তে শুরু করেছে। ফলে সাাধারণ মানুষের সঙ্গে করোনায় আক্রান্ত হচ্ছেন বলিউড (Bollywood) তারকারাও। সম্প্রতি করোনায় আক্রান্ত হন পরেশ রাওয়াল। করোনা ভ্যাকসিন নেওয়ার দু সপ্তাহের মধ্যে পরেশ রাওয়াল কীভাবে কোভিডে আক্রান্ত হলেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

অন্যদিকে কোভিড থাবা বসিয়েছে আমির খানের (Aamir Khan) শরীরেও। করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে ঘরবন্দি রয়েছেন আমির খান। করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে কোয়ারেন্টিনে রয়েছেন বলিউডের মডেল অভিনেতা মিলিন্দ সোমনও।