নয়াদিল্লিঃ রাশিয়ার (Russia) থেকে তেল কেনায় ভারতের উপর চটেছে আমেরিকা (America)। ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপানো হয়েছে আমেরিকার তরফে। এই ব্যাপারে আগেই হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)। সাফ জানিয়েছেন, কৃষকদের স্বার্থের সঙ্গে কোনো আপস করবেন না তিনি। রাশিয়ার হাত যে খুব সহজে ছাড়ছে না ভারত তা আবারও প্রমাণ করে দিল ভারত। এই টানাপড়েনের মাঝেই রাশিয়া সফরে যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সব ঠিক থাকলে আগামী ২০-২১ অগস্ট মস্কো সফরে থাকবেন জয়শঙ্কর। সেকাহ্নে শ বিদেশমন্ত্রী সার্গেই লাভরভের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা রয়েছে তাঁর। ভারতের উপর আমেরিকার শুল্ক চাপানোর পর ভারতীয় বিদেশমন্ত্রীর রাশিয়া সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
রাশিয়ার হাত সহজে ছাড়ছে না ভারত
উল্লেখ্য, গত শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন ধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রাম্পের শুল্কো বৃদ্ধি বাণিজ্যিক অনিশ্চয়তা নিয়ে কথা হয় দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে। আলোচনা হয় ইউক্রেনের পরিস্থিতি নিয়েও। রুশ প্রেসিডেন্টকে শান্তিপূর্ণভাবে সংঘাত মিটিয়ে নেওয়ার পরামর্শ দেন মোদী। প্রসঙ্গত, ভারতের উপর ট্রাম্পের শুল্ক খাঁড়ার পরদিনই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। রাশিয়ার সঙ্গে নিত্য যোগাযোগ ও ঘনঘন সাক্ষাতে স্পষ্ট আমেরিকার চোখ রাঙানিতে ভয় পাচ্ছে না ভারত।
আমেরিকার চোখ রাঙানিতে ভীত নয় ভারত, দোভালের পর রাশিয়া সফরে বিদেশমন্ত্রী
Russian FM Sergey Lavrov to Meet EAM S. Jaishankar in Moscow on August 21
Read @ANI Story | https://t.co/V2iS5ZECnp#RussianFM #SergeyLavrov #EAMJaishankar #Moscow pic.twitter.com/5UUpsA2xYW
— ANI Digital (@ani_digital) August 13, 2025