নয়াদিল্লিঃ রাশিয়ার (Russia) থেকে তেল (Oil) কেনায় ভারতের উপর চটেছে আমেরিকা। রাতারাতি ভারতের উপর বাড়তি শুল্ক চাপিয়েছে হোয়াইট হাউস। কিন্তু আমেরিকার শুল্কচাপে মাথা নত করেনি ভারত। অব্যাহত রাশিয়া থেকে তেল আমদানি। এবার 'বন্ধু' ভারতকে বিশেষ ছাড় মস্কোর। ৫ শতাংশ ছাড়ে ভারতকে তেল বিক্রি করতে চলেছে ভ্লাদিমির পুতিনের রাশিয়া। ভারতীয় ক্রেতাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে মস্কো।
ভারতকে বিশেষ ছাড় রাশিয়ার
বুধবার ভারতে নিযুক্ত রাশিয়ার ডেপুটি ট্রেড রিপ্রেজেন্টেটিভ ইয়েভগেনি গ্রিভা এই বিশেষ ছাড় সম্পর্কে ঘোষণা করেন। তাঁর কথায়, "ভারতকে অপরিশোধিত তেলের দামে ৫ শতাংশ ছাড় দেওয়া হবে। তবে অবশ্যই আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হবে।" অন্যদিকে এদিন ইয়েভগেনির সঙ্গে ছিলেন রাশিয়ার ডেপুটি চিফ অফ মিশন রোমান বাবুশকি। এই প্রসঙ্গে রাশিয়ার ডেপুটি চিফ অফ মিশন বলেন, "ভারতের বর্তমান পরিস্থিতি যথেষ্ট জটিল। তবে ভারত ও রাশিয়ার সম্পর্কে আমার পূর্ণ আস্থা আছে। যতই চাপ থাকুক এই দুই দেশ জ্বালানি আমদানি রপ্তানিতে সহযোগিতা করবে। " উল্লেখ্য, বিশ্বব্যাপী জটিলতার মাঝে রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের উপর বাড়তি ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা। এই বিষয়ে যদিও হোয়াইট হাউসের সাফাই, রাশিয়াকে আলোচনার টেবিলে আনার জন্য তার উপর চাপ সৃষ্টি করতে চাইছেন ট্রাম্প। সেই জন্যই পুতিন-ঘনিষ্ঠ দেশগুলির উপর অতিরিক্ত শুল্ক চাপানো হয়েছে। যদিও আমেরিকার চোখ রাঙানিতে ভয় পায়নি ভারত। পাল্টা হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাফ জানান, কৃষকদের স্বার্থের সঙ্গে কোনওরকম আপোস করবে না ভারত।
অপরিশোধিত তেলের দামে ৫ শতাংশ ছাড়, ভারত-সহ মিত্র দেশগুলিকে 'উপহার' রাশিয়ার
#Russia will continue to supply oil to India, now at a 5 percent discount, despite the pressure and sanctions on the latter from the US.
Read here: https://t.co/Glb8RnUw6R pic.twitter.com/dDj96eK8v3
— NDTV Profit (@NDTVProfitIndia) August 20, 2025