রুশ সেনায় (Russian Army) যে ভারতীয়রা আটকে রয়েছেন, তাঁদের যাতে শিগগিরই দেশে ফেরানো হয়, সে বিষয়ে পুতিনের সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রাশিয়া (Russia) সফরে গিয়ে পুতিনের সঙ্গে রুশ সেনায় আটকে থাকা ভারতীয় যুবকদের ফেরানো নিয়ে একের পর এক আলোচনা করেন ভারতের প্রধানমন্ত্রী। রাশিয়ার সেনায় আটকে থাকা ভারতীয় যুবকদের নিয়ে মোদীর উদ্বেগ প্রকাশের পর, সংশ্লিষ্ট যুবকদের দেশে ফেরানো হবে বলে মস্কোর তরফে আশ্বাস দেওয়া হয়। মোদীর রাশিয়া সফর শেষ হতেই এ বিষয়ে মুখ খোলেন পুতিনের (Vladimir Putin) প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা।
তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী রুশ সেনায় আটকানো ভারতীয় যুবকদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ফলে বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে। ভারতীয় যুবকরা যাতে দেশে ফিরতে পারেন, সে বিষয়ে পদক্ষেপ করা হবে বলেও জানান পুতিনের প্রতিনিধি। পাশাপাশি রাশিয়া নিজের সেনায় কখনও ভারতীয়দের চায় না বলেও দাবি করেন রুশ প্রতিনিধি।
প্রসঙ্গত ২ দিনের রাশিয়া সফর সেরে অস্ট্রিয়ায় পাড়ি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে ইউক্রেনে যুদ্ধ বন্ধ নিয়ে পুতিনের সঙ্গে আলোচনা হয় মোদীর। যুদ্ধ কোনও সমাধান সূত্র বের করে না। যুদ্ধক্ষেত্র থেকে কোনও সমাধান বেরিয়ে আসে না। ভারত সব সময় শান্তির পক্ষে বলেও মন্তব্য করেন মোদী।
তবে মোদীর রাশিয়া সফর শেষ হতে না হতেই ইউক্রেনের (Ukraine) রাজধানী শহর কিভের (Kyiv) সবেচেয়ে বড় শিশু হাসপাতালে হামলা চালায় পুতিন বাহিনী। যার জেরে নিরপরাধ মানুষের মৃত্যু সমর্থনযোগ্য নয় বলে অস্ট্রিয়ায় বসে বিবৃতি প্রকাশ করেন নরেন্দ্র মোদী।