Earthquake (Photo Credits: X)

Russia Earthquake: ফের কেঁপে উঠল রাশিয়া (Russia Earthquake Video)। এবারও কম্পনের উৎসস্থল রাশিয়ার কামছাটকা প্রদেশ। বৃহস্পতিবার রাতে ৭.৮ মাত্রার প্রবল কম্পনে দুলে ওঠে রাশিয়ার পূর্ব দিকের কামছাটকা প্রদেশ। যার জেরে রাস্তাঘাট থেকে বাড়ি ঘর, সমস্ত কিছু প্রবল গতিতে কেঁপে উঠতে শুরু করে। তেমনই বেশ কিছু ভিডিয়ো সামনে এসেছে যখন প্রবল কম্পনে কেঁপে উঠতে শুরু করে কামছাটকা (Kamchatka) প্রদেশ।

দেখুন কীভাবে দুলছে রাতের রাশিয়া...

 

কামছাটকা প্রদেশের কম্পনের একের পর এক ভিডিয়ো ভাইরাল হতে শুরু করেছে...

 

সম্প্রতি কামছাটকা প্রদেশ ৭.৭ মাত্রার কম্পেন কেঁপে ওঠে। সেবারও সুনামি সতর্কতা জারি করার পরপরই সমুদ্রের ঢেউ আছেড়ে পড়তে শুরু করে। এবারও কামছাটকায় জারি করা হয় সুনামি সতর্কতা।

আরও পড়ুন: Cyclone In Russia Video: ঘূর্ণিঝড়ে উথালপাথাল রাশিয়ায়, কৃষ্ণ সাগরের ঢেউয়ে ভাসছে সিভাসটোপোল, দেখুন ভিডিয়ো

এদিকে রাশিয়ার সিভাসটোপোলে শুরু হয়েছে ঘূর্ণিঝড়। কৃষ্ণ সাগরের উপকূলে অবস্থিত রাশিয়ার এই শহর সিভাসটোপোল। সেখানে ঘূর্ণিঝড়ের জেরে উত্তাল হতে শুরু করে কৃষ্ণ সাগর। যার জেরে বিশালাকার ঢেউ আছড়ে পড়তে শুরু করে। সিভাসটোপোল যখন ঘূর্ণিঝড়ে টলমল করে কাঁপছে, সেই সময় ফের নতুন করে কামছাটকায় ছড়াল কম্পনের জেরে আতঙ্ক।