দিল্লি, ৬ অগাস্ট: আয়ারল্যান্ডে (Ireland) ফের হামলার মুখে ভারতীয় (Indian Origin। এবার আয়ারল্য়ান্ডে যে ভারতীয় বংশোদ্ভুদকে আঘাত করা করা হয়েছে, তার বয়স মাত্র ৬ বছর। আয়ারল্যান্ডের (Racist Attack On Indian In Ireland) ওয়াটারফোর্ডে ওই ভারতীয় বংশোদ্ভুদ ৬ বছরের শিশু কন্যাকে দেখে চিৎকার করে বলা হয়, 'ভারতে ফিরে যাও।' এরপর ওই শিশুর গোপনাঙ্গে দুষ্কৃতীরা আঘাত করে বলে খবর।
প্রসঙ্গত বেশ কয়েক মাস ধরে আয়ারল্যান্ডে থাকা ভারতীয় বংশেদ্ভুদদের বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। এতদিন পর্যন্ত যে হেনস্থা বড়দের মধ্যে সীমাবদ্ধ ছিল, এবার সেই বেড়া ভেঙে তা নেমে এল ছোটদের উপর। এবার ছোটদেরও আঘাত করা হচ্ছে আয়ারল্যান্ডে।
দেখুন কী বলছে ভারতীয় বংশোদ্ভুদ পরিবার...
Ireland - Mother is distraught after a group of kids allegedly attacked her little girl and told her to go back to India. Anupa has lived & worked in Ireland for 8 years and recently became an Irish citizen said the group included a girl aged around 8 & several boys 12-14 years. pic.twitter.com/5aVru3mVwj
— TheIrishWatchdog (@WatchdogTh96012) August 6, 2025
রিপোর্টে প্রকাশ, গত ৪ অগাস্ট ওয়াটারফোর্ডে বাড়ির বাইরে বন্ধুদের সঙ্গে খেলছিল ওই ভারতীয় বংশোদ্ভুদ শিশুটি। সেই সময় তার চেয়ে বয়সে বড় (১২ থেকে ১৪ বছরের কিশোর) বেশ কয়েকজন হাজির হয়। তিনি তখন ঘরের ভিতরে যান কাজের জন্য। কয়েক মিনিট পরে তিনি বাড়ির বাইরে বেরোলে দেখতে পান, মেয়ে অঝোরে কাঁদছে। ভয় পেয়ে রয়েছে। কেন কাদছে জিজ্ঞাসা করলে, সে কিছু বলেনি। তার বন্ধুরা বলতে থাকে, বয়সে বড় কিশোরদের গ্যাংটি ওই শিশু কন্যার মুখে মেরেছে। তার গোপনাঙ্গেও আঘাত করেছে। ফলে তাই ওই শিশু কন্যাটি কুকড়ে যায় এবং কাঁদতে শুরু করে।
গত মাসেই আয়ারল্যান্ডের কিলবেরি থেকে ওয়াটারফোর্ডে যায় ভারতীয় বংশোদ্ভুদ ওই পরিবারটি। তারপরই এই ধরনের ঘটনা ঘটায়, তাঁরা কার্যত শিউকে উঠেছেন।