Nepal: নেপাল কমিউনিস্ট পার্টির সংসদীয় দলনেতা মনোনীত পুষ্প কমল দহল ওরফে প্রচণ্ড
পুষ্প কমল দহল ওরফে প্রচণ্ড (Photo: ANI)

কাঠমান্ডু, ২৩ ডিসেম্বর: নেপাল কমিউনিস্ট পার্টির (Nepal Communist Party) সংসদীয় দলনেতা মনোনীত হলেন পুষ্প কমল দহল (Pushpa Kamal Dahal) ওরফে প্রচণ্ড। নেপাল কমিউনিস্ট পার্টির দহাল-নেপাল দলটি আজ তাদের সংসদীয় নেতা ঠিক করতে বৈঠকে বসে। বুধবার নিউ বানেশ্বরের সংসদ ভবনে বৈঠকে বসে দহল-নেপাল দলটি। ওই বৈঠকেই কেপি শর্মা অলিকে (KP Sharma Oli) দলের সংসদীয় নেতা পদ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। অলির বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ খতিয়ে দেখার ইঙ্গিত দিয়েছে তাঁর দল।

সংসদীয় নেতা হিসাবে পুষ্প কমল দহলের মনোনয়নের প্রস্তাব দেন প্রবীণ নেতা মাধব কুমার নেপাল। যিনি এর আগে দলের দু'জন চেয়ারম্যানের মধ্যে একজন মনোনীত হন। প্রচণ্ড ও মাধব কুমার নেপাল উভয়ই এখন নবগঠিত দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। আরও পড়ুন: Nepal Parliament Dissolution: মন্ত্রিসভার সুপারিশে নেপালের সংসদ ভেঙে দিলেন রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারী, নির্বাচন আগামী বছর

কয়েক দিন আগেই সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তাঁর সিদ্ধান্তে সিলমোহর দেন রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারী। যদিও অলির পদক্ষেপ অসাংবিধানিক, এই অভিযোগ তুলে ইতিমধ্যেই নেপালের সুপ্রিম কোর্টে ১২টি মামলা দায়ের হয়েছে। ইতিমধ্যেই সেই পিটিশনের শুনানি শুরু হয়েছে। অনেক আইনজীবী মনে করেন যে সংবিধানের অধীনে সংসদ ভেঙে দেওয়ার অলির কোনও আইনি ভিত্তি ছিল না।