ইসলামাবাদ: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের (Pakistan Tehreek-e-Insaf's Chairman Imran Khan) গ্রেফতারি অবৈধ (illegal) বলে ঘোষণা করল পাকিস্তানের সুপ্রিম কোর্ট ৯Pakistan's Supreme Court)।
বৃহস্পতিবার দুপুরে পাকিস্তানের প্রশাসনকে এক ঘণ্টার মধ্যে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ দেয়। আর সেই নির্দেশ মেনে ইমরান খানকে আদালত হাজির করানো হয়। সেখানে উভয়পক্ষের বক্তব্য শোনার পর ইমরান খানের গ্রেফতারি অবৈধ বলে ঘোষণা করল সুপ্রিম কোর্ট।
Pakistan Tehreek-e-Insaf's (PTI) Chairman Imran Khan’s arrest has been declared “illegal” by Pakistan's Supreme Court: Pakistan's Geo TV reports pic.twitter.com/bnDF8oC5oK
— ANI (@ANI) May 11, 2023
ইমরান খানের গ্রেফতারির পর থেকে উত্তাল হয়ে উঠতে শুরু করেছে পাকিস্তান। প্রাক্তন প্রধানমন্ত্রীর গ্রেফতারকে অনেকেই পাকিস্তানের ইতিহাসের কালো অধ্যায় হিসেবে বর্ণনা করছেন। ইমরানের গ্রেফতারিতে পিটিআইয়ের কর্মী, সমর্থকরা সরকারি সম্পত্তি লুঠপাট শুরু করেছেন। আগুন ধরিয়ে দিচ্ছেন পুলিশের গাড়িতে। মঙ্গলবার বিকেল থেকে পাকিস্তানের এমন ছবি ছড়িয়ে পড়েছে প্রায় গোটা বিশ্ব জুড়ে। ইমরান খানের গ্রেফতারির পর কখনও অ্যাবোটাবাদে পাক সেনার দফতরে হামলা চালানোর চেষ্টা চলছে, আবার কখনও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের লাহোরের বাড়িতে হামলা হচ্ছে। সবকিছু মিলিয়ে উত্তাল হয়ে উঠতে শুরু করেছে প্রায় গোটা পাকিস্তান। আরও পড়ুন: Imran Khan Arrested: ইমরান খানের গ্রেফতারির পর ফের 'হাউস অ্যারেস্ট', প্রকাশ্যে পাকিস্তানের চাঞ্চল্যকর তথ্য