ক্যালিফোর্নিয়ার (California) জনপ্রিয় অ্যামিউজমেন্ট পার্ক ডিজনিল্যান্ডের (Disneyland) নাম বাচ্চা থেকে বুড়ো সকলেরই জানা। গোটা বিশ্বজুড়ে ডিজনিল্যান্ডের জনপ্রিয়তা ছড়িয়ে রয়েছে। শনিবার সন্ধ্যায় ডিজনিল্যান্ডে ড্রাগন শো চলাকালীন প্রপ ড্রাগনে আচমকাই আগুন লেগে যায় (Disneyland Fire)।
ডিজনিল্যান্ড থিম পার্কের প্রতিনিধিরা একটি বিবৃতি প্রকাশ করে আগুন (Disneyland Fire) লাগার ঘটনাটি নিশ্চিত করেছেন। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, শনিবার সন্ধ্যায় ড্রাগন শো চলাকালীন হঠাৎই প্রপ ড্রাগনটিতে আগুন ধরে। নিমেষে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার ফলে ড্রাগন শোয়ের সমস্ত সদস্য এবং দর্শকদের নিরাপদে সরিয়ে আনা হয়েছে বলেও জানানো হয়েছে বিবৃতিতে। তবে কী কারণে এদিন ডিজনিল্যান্ডে আগুন লেগেছিল তা তদন্তাধীন রয়েছে।
ডিজনিল্যান্ডে আগুন লাগার দৃশ্য...
🚨#UPDATE: Heres Footage showing the moment before the whole dragon caught on fire in Disneyland pic.twitter.com/rzfACUQekB
— R A W S A L E R T S (@rawsalerts) April 23, 2023
এদিন ড্রাগন শো ক্যামারাবন্দি করছিলেন বহু দর্শক। যার ফলে শোয়ের মাঝে ড্রাগনে আচমকা আগুন লাগার সেই দৃশ্যও ক্যামেরাবন্দি হয়েছে দর্শকদের ফোনে। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।