রাশিয়া সফরে নরেন্দ্র মোদী (ছবিঃANI)

নয়াদিল্লিঃ ১৬ তম ব্রিকস সম্মেলন(BRICS Summit 2024) উপলক্ষে রাশিয়ার(Russia) কাজানে(Kazan) পৌঁছেছেন প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদী(PM Narendra Modi)। দু'দিনের রাশিয়া সফরে গিয়েছেন মোদী। যোগ দেবেন আন্তর্জাতিক ব্রিকস সম্মেলনে। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ২ টো নাগাদ রাশিয়ার অন্যতম ঐতিহ্যময় শহর কাজানের মাটিতে পা দেন মোদী। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরেই হাজির ছিলেন তাতারস্তানের প্রধান রুস্তম মিন্নিখানভ। বিমানবন্দর থেকে হোটেলে পৌঁছতেই কৃষ্ণভজনে স্বাগত জানানো হয় ভারতীয় প্রধানমন্ত্রীকে। ভারতীয় পোশাক পরে কৃষ্ণভজনে গলা মেলান রাশিয়ার মানুষ। এ দিন মোদীর পঅরনে ছিল কালো পাঞ্জাবী এবং কোট। কাজানে পৌঁছে এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "ব্রিকস সামিট উপলক্ষে কাজানে পৌঁছেছি। এই সম্মেলন সুন্দর পৃথিবী গড়ার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে।" প্রসঙ্গত, বন্ধুর ভ্লাদিমির পুতিনের দেশে চলতি বহরে দু'বার পা রাখলেন মোদী। এ বারের রাশিয়া সফরে পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে পারেন নমো। তাই এই সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

 কৃষ্ণভজন থেকে ভারতীয় নৃত্য, রাশিয়ায় জমকালো অভ্যর্থনা মোদীর, দেখুন ভিডিয়ো

কাজানে পৌঁছে নরেন্দ্র মোদীর টুইট