Xi Jinping: বিশ্বজুড়ে লাখো মানুষের প্রাণ বাঁচাতে করোনাকালে স্বচ্ছতা বজায় রেখেছে চিন, বললেন শি জিনপিং
চিনের প্রেসিডেন্ট শি জিনপিং (Photo Credits: Getty Images)

বেজিং, ৮ সেপ্টেম্বরকরোনাভাইরাস মহামারীর আকার নেওয়ার আগে থেকেই গোটা বিশ্বের সামনে স্বচ্ছ অবস্থান বজায় রেখেছে চিন। এবং সেকারণেই মহামারীর সময়ে বিশ্বজুড়ে অন্তত ১০ মিলিয়ন মানুষের প্রাণ বাঁচাতে চিন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এমনই মন্তব্য করলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং (President Xi Jinping)। মহামারীর সময় করোনা যোদ্ধা হিসেবে যাঁরা নজির গড়েছেন তাঁদের সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন চিনের প্রধানমন্ত্রী। রয়টার্সের রিপোর্ট অনুসারে চিনই হল একমাত্র দেশ যেখানে এই করোনাকালেও জিডিপি ঊর্ধ্বমুখী। করোনাকালেও যে দেশের মানুষকে সুস্থ রেখে অর্থনীতিকে সুদৃঢ় করা যায়, তারই অন্যতম প্রমাণ আজকের চিন। আরও পড়ুন-India China Standoff: লালফৌজ উসকানি দিচ্ছে, লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় কোনও গোলাগুলি চলেনি, চিনের অভিযোগ খারিজ ভারতীয় সেনার

শি জিনপিংয়ের বক্তব্য

ওয়ার্ল্ডেমিটার চার্ট অনুসারে বিশ্বে মোট করোনা আক্রান্তের মোট সংখ্যা ২ কোটি ৭৪ লক্ষ ৮৯ হাজার ১৯৮। এর মধ্যে ৬৪ লাখ ৮৫ হাজার ৫৭৫ জন করোনা আক্রান্তকে নিয়ে শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন মুলুকে করোনার বলি ১ লাখ ৯৩ হাজার ৫৩৪ জন। আর প্রায় ৪৩ লক্ষ করোনা আক্রান্তকে নিয়ে আমেরিকার পরেই দ্বিতীয় স্থানে অবস্থান করছে ভারত। এই সংক্রমণ রুখতে ভ্যাকসিন তৈরিতে জান লড়িয়ে দিচ্ছেন বিভিন্ন দেশের চিকিৎসা বিজ্ঞানীরা। তবে এই প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেসিয়াস (WHO Chief Tedros Adhanom)। তিনি বলেন, করোনাই শেষ নয়। পরবর্তী মহামারীর জন্য বিশ্বকে পুরোপুরি তৈরি থাকতে হবে। সেজন্য বিভিন্ন দেশকে জনস্বাস্থ্য খাতে লগ্নি বাড়ানোর আর্জিও জানিয়েছেন তিনি। যাতে পর্বর্তী মহামারী শুরু হলে তা নিয়ন্ত্রমের জন্য আর্থিক বন্দোবস্ত যেন অটুট থাকে।